Friday, September 16, 2011

মনিটরে বিভিন্ন ধরনের সমস্যা

উইন্ডোজ চালু হওয়ার সময় মনিটর যদি ঝাপসা দেখা যায় তবে বুঝতে হবে মনিটরের রিফ্রেশ রেট ভুলভাবে সেট করা হয়েছে। যদি মনিটরে ছবি খুব বেশী কাঁপাকাঁপি করে বা ঝির ঝির কাঁপে, তবে মনিটরের রিফ্রেস রেট সঠিক আছে কি না তা দেখা দরকার। কম্পিউটারের রিফ্রেশ রেট বৃদ্ধি করে স্ক্রিনের ঝিরঝির কাঁপা দূর করা যায়। অনেক সময় মনিটরে কালো পর্দাও দেখা যেতে পারে। এজন্য-

  1. কম্পিউটার চালু করুন অথবা কম্পিউটার চালু হওয়ার সময় Start উইন্ডো বার্তা দেখানোর সংগে সংগে F8 চেপে Safe Mode-এ কম্পিউটার চালু করুন।

  1. এবার Start মেনু থেকে Settings/Control Panel-এ ক্লিক করুন।

  1. পর্দায় Control Panel উইন্ডো আসবে।


  1. উক্ত উইন্ডো থেকে Display আইকনে ডাবল ক্লিক করুন। এবার Display Properties উইন্ডো আসবে।
  2. এরপর Display Properties উইন্ডো থেকে Settings ট্যাবে ক্লিক করে Advanced বাটনে ক্লিক করুন।

  1. এবার Plug and Play Monitor ডায়ালগ বক্স আসবে।

  1. উক্ত ডায়ালগ বক্সের Monitor ট্যাবে ক্লিক করুন।

  1. এবার Monitor Settings-এর Screen refresh rate: বক্সের ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করে সঠিক refresh rate ঠিক করে OK করুন।

নোট:

১.১ উইন্ডোজ চালু হওয়ার সময় মনিটর যদি ঝাপসা দেখায় তবে বুঝতে হবে যে মনিটরের রিফ্রেশ রেট ভুলভাবে সেট করা হয়েছে। এটি ঠিক করতে কম্পিউটার চালু হওয়ার সময় স্টার্টিং উইন্ডোজ(Starting Windows)মেসেজ দেখানোর সংগে সংগে F8 চেপে Safe Mode-এ কম্পিউটার স্টার্ট করুন এবং উপরের বর্ণিত নিয়মে Refresh Rate ঠিক করুন। পুরানো মনিটর হলে রিফ্রেশ রেট হিসাবে ৬০ Hz এবং নতুন মনিটর হলে ৭৫ Hz থেকে ৮০ Hz সিলেক্ট করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন। ম্যানুয়াল দেখে সঠিক Refresh Rate নিশ্চিত হয়ে Screen refresh rate: বক্সের ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করে সঠিক refresh rate নির্বাচন করুন।

1.2 এ ছাড়া মনিটরের Refresh Rate বাড়ানোর পর মনিটর ডিসপ্লের সঙ্গে
সঙ্গে যদি অস্বাভাবিক কোনো শব্দও শুনতে পান তবে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব রিফ্রেশ রেট পরিবর্তন করুন বা মনিটর বন্ধ করে দিন এবং আপনার কম্পিউ টার বিক্রেতার সঙ্গে যোগাযোগ করুন।

1.3 উইন্ডোজ চালু হচ্ছে না অথচ কম্পিউটার এবং মনিটরে সুইচ অন করার
সঙ্গে সঙ্গে ডিসপ্লে ঝাপসা দেখাচ্ছে সে ক্ষেত্রে অন্য মনিটর ব্যবহার করে দেখতে
পারেন। যদি তারপরেও সমস্যা থেকে যায় তাহলে গ্রাফিক্স কার্ড পরীক্ষা করে দেখতে পারেন।

২. কম্পিউটারের রিফ্রেশ রেট বৃদ্ধি করে স্ক্রিনের ঝির ঝির কাঁাপা দূর কনা যায়।
রিফ্রেশ রেট ৭৫ হার্টস সিলেক্ট করে করার পর স্ক্রিন মুহুর্তের জন্য কালো হয়ে যেতে পারে যা পর মুহুর্তেই মনিটর স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যাবে। নতুন রিফ্রেশ রেট পছন্দ হলে OK করুন। তবে অত্যধিক মাত্রায় রিফ্রেশ রেট মনিটরের ক্ষতি করতে পারে। মনিটরের ম্যানুয়েল থেকে আপনার মনিটর সর্বোচ্চ কত রিফ্রেশ রেট সাপোর্ট করে তা দেখে নিন।

3.1 যাদ মনিটরে ছবি বেশী কাঁাপা কাঁপি করে তবে মনিটরের রিফ্রেশ রেট সঠিক
আছে কি না তা দেখুন। মনিটরের ম্যানুয়েল দেখে সঠিক Refresh Rate নিশ্চিত হয়ে সেটি বসান। যদি ম্যানুয়েল হারিয়ে ফেলে থাকেন তবে Refresh Rate ৬০ মেগা হার্টজে রাখুন।

3.2 এ ভাবে সমস্যার সমাধান না হলে মনিটরের কাছাকাছি কোন চৌম্বকীয়
তরঙ্গ সৃষ্টিকারী কোন যন্ত্র যেমন- স্পিকার, মোবাইল ফোন ইত্যাদি আছে কি না তা পরীক্ষা করুন এবং থাকলে সেগুলো সরিয়ে দেখুন সমাধান হয় কিনা।
৪. অনেক সময় দেখা যায় কারো কারো কম্পিউটার স্ক্রিন খুব বেশী কাঁপতে
থাকে যা চোখের জন্য বেশ যন্ত্রণাদায়ক এবং ক্ষতিকারকও। রিফ্রেশ রেট ৭৫ থেকে ৮৫-র মধ্যে নিয়ে এসে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তবে রিফ্রেশ রেট পরিবর্তেনের আগে আপনার মনিটর ঐ রিফ্রেশ রেট সাপোর্ট করে কিনা ম্যানুয়েল থেকে দেখে নিন।

৫. সুইচ টিপে কম্পিউটার চালু করার পর মনিটরে কিছুই না এসে কেবল কালো
পর্দা দেখা যেতে পারে। অনেক কারণেই ব্যবহারকারী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে আগে কাজ করে সঠিক নিয়মে কম্পিউটার বন্ধ করেছেন এমন ক্ষেত্রে এ সমস্যা দেখা দিলে মনে করা যেতে পারে যে, কম্পিউটারের মেমোরি অর্থা র‌্যাম কাজ করছে না। এ ক্ষেত্রে শুরুতে ব্যবহারকারীকে র‌্যামের স্লট পরিব- র্তন করে দেখতে হবে। অর্থা কেসিং খুলে র‌্যামটিকে তার স্লট থেকে খুলে নিয়ে পাশের স্লটটিতে লাগিয়ে দেখতে হবে।

মনিটরে রঙের ছোপছোপ দাগ

যদি আপনার মনিটরে রঙের ছোপ ছোপ দাগ পড়ে কিংবা ছোট ছোট ফোটা পড়ে, তবে-

1. মনিটরের মেনু বা মনিটরের কন্টোলার সফটওয়্যার থেকে Degauss অপশন সিলেক্ট করে ঠিক করার চেষ্টা চালাতে পারেন।

2. অনেক সময়ই এই সমস্যা হয় মূলত Stray magnetic interference এর কারনে।

3. এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো Degauss ফাংশন।

4. এরপরও যদি সমস্যা থেকে যায় তবে ভালো কোন সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন।


মনিটরের রেজুলেশন ঠিক করা

মনিটর কোন রেজুলেশনে ছবি দেখাবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। উইন্ডোজের ডিসপ্লে প্রোপার্টিজের সেটিংস ট্যাব থেকে রেজুলেশন ও রঙ (যেমন-৬৪০ х ৪৮০ , ৮০০ х ৬০০, ১০২৪ х ৭৬৮ এবং ১৬ bit বা ৩২ bit কালার) সিলেক্ট করা যায়। এখান থেকে শুধু সীমিত সংখ্যক রেজুলেশন সিলেক্ট করা যায়। তবে আপনি চাইলে এখানে তালিকাবদ্ধ বিভিন্ন রকম রেজুলেশনের বাহিরেও বিভিন্ন রকম রেজুলেশন ও কালার ডেপথ সিলেক্ট করতে পারেন। কম্পিউটার যত বেশী উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট করবে, ডিসপ্লেও তত বেশী ফ্লিকার মুক্ত হবে। আপনি যদি রিফ্রেশ রেট কনফিগার করতে চান তাহলে-

1. প্রথমেই Start>Settings/Control Panel-এ ক্লিক করুন। পর্দায় Control Panel উইন্ডো আসবে।

2. উক্ত উইন্ডোর Display আইকনে ক্লিক করুন। এবার Display Properties উইন্ডো আসবে।
3. উক্ত উইন্ডোর Settings ট্যাবে ক্লিক করে Advanced বাটনে ক্লিক করুন।

4. এবার Plug and Play Monitor উইন্ডো আসবে। উক্ত উইন্ডোর Adapter ট্যাবে ক্লিক করে List All Modes বাটনে ক্লিক করুন।

5. এবার List All Modes উইন্ডো আসবে।

6. উক্ত উইন্ডোর List of valid modes এর বক্সে গ্রাফিক্স কার্ড ও মনিটরের উপর ভিত্তি করে বিভিন্ন রেজুলেশন ও কালার ডেপথ রিফ্রেশ রেটসহ কিছু অপশন দেওয়া আছে।

7. উক্ত অপশন থেকে পছন্দমতো সঠিক রিফ্রেশ রেট সিলেক্ট করে OK করুন।

8. অত:পর Apply এবং OK করুন।

সমস্যা যখন দেখাদেখির

কম্পিউটারে কাজ করার সময় মনিটরে দেখাদেখি অর্থা ডিসপ্লের সমস্যা হলে বিভিন্ন রকমের বার্তা আসে। যেমন Displayproblem,This program cannot continue. এ অবস্থায়-

  1. উইন্ডোজ এক্সপির ক্ষেত্রে Alt কি চেপে My Computer-এ ডাবল ক্লিক করুন।

  1. এবার System Properties ডায়ালগ বক্স আসবে।
  2. উক্ত ডায়ালগ বক্সের Hardware ট্যাবে ক্লিক করে Device Mana-
ger বাটনে ক্লিক করুন।

  1. এবার Device Manager ডায়ালগ বক্স আসবে।

  1. উক্ত ডায়ালগ বক্সের Display Adaptors-এ ডাবল ক্লিক করে AGP কার্ডের নামের উপর আবার ডাবল ক্লিক করুন।

  1. এবার প্রদর্শিত উইন্ডোর General ট্যাবে ক্লিক করলে Device status তালিকা উইন্ডোজের সমস্যা চিহ্নিত করবে।

  1. এবার Resources ট্যাবে ক্লিক করে Use automatic settings বক্স
সিলেক্ট করুন।

  1. কম্পিউটার পুনরায় চালু (রিস্টার্ট) করার পরও সমস্যাটি ঠিক না হলে Properties-এর Settings ট্যাবের Troubleshooting বাটনে ক্লিক করে update Drivers-এ ক্লিক করুন।

  1. এবারে এজিপি বা গ্রাফিক্স কার্ডের ড্রাইভার সফটওয়্যার আবার ইনস্টল করে নিন।


স্ক্রিনের মান উন্নত করা

যারা ফ্ল্যাট স্ক্রিন মনিটর ব্যবহার করেন তাদের জন্য এই ক্লিয়ার টাইপ ফাংশনটি অত্যন্ত উপকারী হবে।

1. Start>Run অপশনে গিয়ে Regedit.exe টাইপ করে রেজিস্ট্রি এডিটর উইন্ডোটি খুলুন। HKEY_USERS>Control Panel>
Desktop ফোল্ডারটি খুলুন।

2. Font Smoothing অপশনটিতে ডাবল ক্লিক করুন এবং Value data-এর জায়গায় ২ টাইপ করুন।

3. Font Smoothing Type অপশনটির জন্য একই কাজ করুন।

4. এবার পরিবর্তনটি নিজেই যাচাই করুন এবং রিফ্রেশ রেট ঠিক করুন ।
যদি এতে কাজ না হয় তবে র‌্যামটিকে পরিবর্তন করতে হবে।



মনিটর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ না হওয়া

পাওয়ার সেভিং নামে বিদু সাশ্রয়ী একটি বৈশিষ্ট্য কম্পিউটার মনিটরে থাকে। যা অনেক সময়ই বিরক্তির কারন হয়ে দাড়ায়, যদি তা সক্রিয় করা থাকে। অনেক সময় দেখা যায়, কোনো সিনেমা / ভিডিও দেখছেন, হঠা কম্পিউটার মনিটর বন্ধ হয়ে গেল। তখন মাউস বা কী-বোর্ড নাড়াচাড়া করলে তা পুনরায় চালু হয়ে যায়। এর কারণ হলো স্বয়ংক্রিয়ভাবে মনিটর বন্ধ করে দেওয়ার অপশনটি সক্রিয় অবস্থায় আছে। এটি বন্ধ করতে-

  1. ডেস্কটপে মাউসের ডান বাটন ক্লিক করে Properties ক্লিক করুন। পর্দায় Display Properties ডায়ালগ বক্স আসবে।

  1. উক্ত ডায়ালগ বক্সের Screen Saver ট্যাবে ক্লিক করে Monitor Power-এর নিচে Power.... বাটনে ক্লিক করুন। পর্দায় Power Options Properties উইন্ডো আসবে।
অথবা
  1. প্রথমেই Start মেনু থেকে Settings/Control Panel- ক্লিক করুন। পর্দায় Control Panel উইন্ডো আসবে।

  1. এবার উক্ত উইন্ডোর Power Option আইকনে ডাবল ক্লিক করুন। পর্দায় Power Option Properties উইন্ডো আসবে।

  1. এরপর উক্ত উইন্ডোর Turn off Monitor: বক্সের ড্রপ ডাউন এ্যারো তে ক্লি করে Never সিলেক্ট করুন।

  1. এবার Apply এবং OK করুন।

নোট: যদি অপশনটি সক্রিয় রাখতে চান তাহলে Turn off Monitor: বক্সের ড্রপ ডাউন এ্যারোতে ক্লিক করে সময় নির্ধারণ করে দিন। এবার Apply এবং OK করুন। এরপর দেখুন, নির্ধারিত সময়ের পর মনিটর স্বযংক্রিয়ভাবে বন্ধ হয়ে গিয়াছে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...