Friday, September 16, 2011

পেন ড্রাইভ থেকে ইন্সটল করুন উইন্ডোজ এক্সপি/ ভিস্তা/ সেভেন...





কোন ধরনের সফটওয়্যার ছাড়াই আগের পোস্টে বলেছিলাম কিভাবে পেন ড্রাইভকে বুটেবল করে উইন্ডোজ ভিস্তা বা সেভেন সেটাপ দেয়া যায়। কিন্তু ওই পদ্ধতিতে উইন্ডোজ এক্সপি সেটাপ দেয়া যায় না। যাহোক আজ খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এমন এক সফটওয়্যার যার সাহায্যে পেন ড্রাইভ থেকেই আপনি সেটাপ দিতে পারবেন উইন্ডোজ এক্সপি, ভিস্তা কিংবা সেভেন...অতি সহজে এবং অল্প সময়ে :P:P

১। প্রথমেই এখান থেকে ৬.৭৪ মেগাবাইটের WinToFlash সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে নিন।

২। আনজিপের পর WinToFlash অ্যাপ্লিকেশনটি চালু করুন।
৩। "Windows Setup Transfer Wizard" এর পাশের বাটনে ক্লিক করুন।
৪। নেক্সট বাটনে চাপ দিন।
৫। এবার আপনার উইন্ডোজের (এক্সপি/ভিস্তা/সেভেন) সেটাপ ফোল্ডারের লোকেশন (হার্ডড্রাইভ অথবা সিডি/ডিভিডি থেকে) এবং আপনার পেনড্রাইভ এর লোকেশন ঠিক করে দিয়ে নেক্সট বাটনে চাপ দিন।
৬। ওকে করুন....এবার পেনড্রাইভে ফাইল কপি শুরু হবে; কপি শেষ হতে কয়েক মিনিট লাগতে পারে।
৭। কপি হয়ে গেলে ওকে বাটন চাপুন।

ব্যস তৈরি হয়ে গেল আপনার বুটেবল উইন্ডোজ এক্সপি/ভিস্তা/সেভেন পেন ড্রাইভ। এবার বায়োসে বুট প্রায়োরিটি ইউএসবি ডিভাইস করে দিয়ে অনায়াসে সেটাপ করুন আপনার পছন্দের উইন্ডোজ।:P:P

বি:দ্র:
* এক্সপির জন্য কমপক্ষে ২ গিগা এবং ভিস্তা/সেভেনের জন্য কমপক্ষে ৪ গিগা পেনড্রাইভ দরকার হবে।
* পেনড্রাইভ বুটেবল করার আগে পেনড্রাইভের সব ডাটা হার্ড ড্রাইভে সেভ করে নেবেন। তবে বুটেবল করার পর পেনড্রাইভকে সাধারনভাবেই ব্যবহার করতে পারবেন।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...