Thursday, September 15, 2011

কপি-পেষ্ট করুন দ্রুত গতিতে

আমরা সবাই কম্পিউটারে কপি পেষ্ট এর কাজ করি। যেমন ধরা যাক, মোমোরী লোড অথবা পেনড্রাইভ থেকে কোন গান বা মুভি ডাউনলোড ইত্যাদি। আজকে আমি আপনাদের সাথে একটা দারুন সফটওয়্যার শেয়ার করবো। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা আপনার পিসিতে কপি-পেষ্ট খুবই তারাতারি করতে পারবেন। অনেকে হয়তবা বলবেন যে, কম্পিউটারে RAM বেশি থাকলে এই সব সফটওয়্যার এর প্রয়োজন কেন? আমার বিশ্বাস যাদের কম্পিউটার স্লো তাদের কাজে আসবে। আমি নিজেই এই সফটওয়্যারটা ব্যবহার করে আশ্চর্য্য হয়েছি। সফটওয়্যার নাম হলো ট্যারাকপি (Tera Copy)।

এখন প্রশ্ন হলো এই সফটওয়্যারটা কিভাবে এত দ্রুত কাজ করে?

এই সফটওয়্যারটা দিয়ে যখন আপনি কপি/কাট করে পেষ্ট করবেন তখন সফটওয়্যারটি আপনার কম্পিউটারের প্রেসসর এবং RAM এর উপর চাপ সৃষ্টি করে কপি এবং পেষ্ট দ্রুত হয়। আর একটা মজার ব্যাপার হলো এই সফটওয়্যারটা দিয়ে আপনারা কপি-পেষ্ট পুছ (Pause) বা রিজুম (Resume) করতে পারবেন। এবং এর সাথে সাথে এটাও দেখতে পারবেন যে কপি/পেষ্ট প্রতি সেকেন্ডে কত মেগাবাইট টানছে।

নিচের স্ক্রীনশট দেখলেই বুঝতে পারবেনঃ





ডাউনলোডঃ

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...