Thursday, September 15, 2011

একটি ওপেন সোর্স অ্যান্টিভাইরাস

বেশির ভাগ ভালো অ্যান্টিভাইরাসের জন্য অর্থ খরচ করতে হয়। আবার অনেক ফ্রী অ্যান্টিভাইরাস ভালো ভাবে প্রতিরক্ষা করতে পারে না। সে ক্ষেত্রে একটি গ্রহণ যোগ্য ওপেন সোর্স ভিওিক অ্যান্টিভাইরাস হচ্ছে ক্লেমউইন। সব ধরনের উইন্ডোজ এবং ওএস এর জন্য এটি কাজ করে। ভাইরাস ও স্পাইওয়ার ডিটেকশনে এর সফলতার হার ভালো। পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে আপডেট,ডাওনলোড এবং ভালো অ্যান্টিভাইরাসের অন্যান্য সুবিধা রয়েছে এতে। ফ্রী নামানোর জন্য এই লিঙ্কে যান ক্লিক করুন।

10360285 একটি ওপেন সোর্স অ্যান্টিভাইরাস

Image 1 একটি ওপেন সোর্স অ্যান্টিভাইরাস

সাইটে যাবার পর উপরের মত উইন্ডো আসলে Download এ ক্লিক করলে Download Now আসলে এতে ক্লিক করুন তার পর আবার আরেকটি নতুন উইন্ডো আসলে ৫ সেকেন্ড অপেক্ষা করুন। Download নিজথেকেই শুরু হবে।

আপনাকে এন্টিভাইরাস টি নামাতে আর কোন ঝামেলার মধ্যদিয়ে যেতে হবে না যেহেতু এই সাইট টি Clam Win এর নিজস্ব সাইট wpml yes একটি ওপেন সোর্স অ্যান্টিভাইরাস

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...