Thursday, September 15, 2011

উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে গানে ছবি টেগ করার নিয়ম

প্রথমে যে কোন একটি গান উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে অপেন করুণ। ডান পাশে দেখুন নিছের ছবির মত এলবাম ইনপু আছে।

এখন যে গানটি শুনছেন সে গানটির উপর রাইট বটম কিল্কি করুণ। advanced Tag Editor এ ক্লিক করুন। একটি নতুন উন্ডো অপেন হবে।

এখন আপনার যে জিনিস টি পরিবর্তন করার প্রয়োজন সেটা পরিবর্তন করুন। ছবি দেওয়ার ক্ষেত্রে Pictures এ ক্লিক করুণ।


যদি গানটিতে আগে ছবি থাকে তাহলে সেটা ডিলিট এ ক্লিক করে ডিলিট করে দিন। এখন ADD বটনে ক্লিক করে আপনি যে ছবিটি দিতে চান সেটা সিলেক্ট করে অপেন করুণ। এপলাই বটনে ক্লিক এর পর Ok বটনে ক্লিক করুন.. এইবার উইন্ডোজ মিডিয়া প্লেয়ারে কোলুজ করে গানটি আবার শুনুন… দেখুন ছবি হয়েছে কি না।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...