আমাদের দেশের অনেক আবিষ্কার মাটির তলায় চাপা পড়ে যাই। সেই কবে মারকনি রেডিও আবিষ্কার করেছিল কিন্তু তার আগে আমরা সেটা তৈরি করেছিলাম। কিন্তু আমরা প্রচার বিমুখ তাই কেও জানেনি। যায় হোক আমি একটা খবর পড়লাম আমাদের দেশের দুই যুবক একটি প্রোজেক্ট করেছে যেটাই জ্বালানী ছাড়াই বিদ্যুৎ পাওয়া যায়। কি চমকে গেলেন?? আসলে তাদের তৈরি এই প্রোজেক্ট এ যতটুকু জ্বালানী লাগবে পাওয়া যাবে তার থেকে অনেক বেশি। আরও বিস্তারিত বলি। এখানে দুইতা মোটর দিয়ে একটা জেনারেটর এর কয়েল ঘুরানো হবে। মোটর চালাতে যেই বিদ্যুৎ লাগবে সেটা তাদের মতে ৮০০ ওয়াট । আর জেনারেটর থেকে পাওয়া যাবে ৩৬০০ ওয়াট। খরচ বাদ দিলে থাকে ২৮০০ ওয়াট। জানিনা কতটুকু সফল। কিন্তু এইরকম প্রযুক্তির স্বপ্ন ছোটবেলাই দেখতাম। যদি তারা পুরোপুরি সফল হয় তাহলে তা মানব জাতির অনেক উপকার হবে।
বিস্তারিত নিচের লিঙ্ক এ ক্লিক করলে জানা যাবে।
http://www.somewhereinblog.net/blog/monir_rj/29449380
No comments:
Post a Comment