Wednesday, September 14, 2011

হিন্দী মুভি বাংলা রিভিউ- “Break Ke Baad”

এই মুভির জনার (Genre) এর নাম হলো ড্রামেডি অর্থাৎ কমেডি-ড্রামা। এইটা জেনেই একটু হাসি হাসলো। পুরা মুভি তো রোবটের মত চোখ-মুখ শক্ত করেই দেখলাম। কাতুকুতু দিয়েও কোন কাজ হয় নাই। কি একখান মুভি যে বানাইসে!! । পুরা মুভি জুড়ে খালি নায়ক আর নায়িকার প্যানপ্যানানি। এই বছরের আরেকটি ব্যর্থতার নাম হলো Break Ke Baad। মুভি দেখার পর দর্শকদের নার্ভাস ব্রেক ডাউনের পরবর্তী কী ঘটনা ঘটেছে সেগুলি জানতে বেশ উৎসাহ বোধ করছি।
কাহিনী জানা যাক। দুই ব্যাক্কল প্রেম-প্রেমিকা হলো Abhay ( Imran Khan) এবং Aaliya ( Deepika Padukone)। Abhay ছেলেটা বেশ গোবেচারা কিসিমের। কোন কামের না। গাধায় মনে করে তাদের প্রেমের কাছে তো লাইলি-মজনু, শাওন-হুমায়ুনও ফেইল!! এদিকে Aaliya হইলো চরম ইশমার্ট এক মেয়ে। খালি নিজেরটা বুঝে। কিন্তু ভেতর ভেতর ব্যক্কল কিসিমেরই। শুধু বুঝা যায়না। দুই সিন পরপর নায়ক-নায়িকা কথা কইতেসে। একবার পট পট করে। একবার ক্যাট ক্যাট করে আর বক বক তো করেই। হঠাৎ একদিন Aaliya বিদেশের এক ভার্সিটির এডমিশন পায়। তখন Abhay কে বলে চলো প্রেমে একটু বিরতি বা ব্রেক নেই। Aaliya চলে যায় Australia। সেইখানে গিয়ে শুরু হয় ক্যাংগারু নৃত্য। Abhay বারবার যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু Aaliya কে পাওয়া যায় না। অবশেষে একদিন Australia তে Abhay হাজির। Aaliya তখনই বলে Abhay কে :”এক তালাক, দুই তালাক, ...”। কিন্তু Abhay হার মানার লোক না। প্রতিদিন পরটা আর মোরগ মোসাল্লাম বিক্রি করা শুরু করে। Australia’র লোকেরা তো পুরাই টাশকি!! Australia তো স্টার হোটেল?? ব্যস! Abhay এর ব্যবসা চাঙা। এদিকে Aaliya আপু বিশাল অভিনেত্রী হওয়ার চেষ্টা। আবার শুরু হয় Ex- প্রেমিক-প্রেমিকার ঘ্যানঘ্যানানি – প্যানপ্যানানি!! তারপর হঠাৎ দুজন দুদিকে। একদিন Abhay ঠিক করে বিয়া করুম। Aaliya তখন দৌড় মারে। ফলাফল সুখী দম্পতি। সমাপ্তিটা আমার কাছে দারুন লাগসে কারণ শেষ হওয়ার পর মনে হলো যাক বাবা এই মুভি শেষ হইসে!! কী মজা!! কী মজা!!
মুভিটির মূল আকর্ষণ ছিল যুব সমাজের চিত্র নিয়ে কাহিনী। কিন্তু পুরো মুভি জুড়েই শুধু মাত্র কথা আর কথা। মুভির সংলাপ লিখেছেন Renuka Kunzru। বাস্তব জীবনে উনার অবস্হা কী কে জানে?? তবে Renuka আপুকে অনেকে চিনবেন। ইনি Jaane Tu Yaa Jane na তে সেই কন্যা যাকে পুরা মুভির কাহিনী শোনানো হয়। উনাকে একটাই প্রশ্ন। আপু !! মোট কয় পেজ লিখলেন??
পুরা মুভিটি চুড়ান্ত মাত্রায় বোরিং। তার সাথে কাহিনী সম্পূর্ণরুপে আজগুবি। হাসির কোন মুহুর্ত যে থাকাটা দরকার সেটা তো মনে হয় কারো মাথাতেই আসে নাই । পরিচালক Danish Aslam ভাইকে বলবো আরো কয়েকদিন Assইস্ট্যান্ট হয়েই থাকেন।
Imran Khan এর চরিত্রটি খুবই বিরক্তিকর। এইটা বলে নায়ক!!! Deepika ‘র চরিত্রটি মাঝে মাঝে একটু বাস্তব সম্মত হলেও সমাপ্তিতে সব আউলায় গেসে। Deepika কেন জানি এই ধরনের চরিত্র থেকে বের হতে পারছেনা । তবে ভালো লেগেছে অনেকদিন পর Parzan Dastur কে দেখে। Abhay এর কিশোর বয়সের অভিনয় করেছেন। এই হলো সেই পিচ্চি যে ছিল Dhara তেল এর “জালেবি??” আবার Kuch Kuch Hota Hai এর পিচ্চি শিখ ছেলেটি।
মুভিতে একটি জিনিস মোটামুটি ভালো। সেটা হলো সংগীত। গানগুলি চালু হলেই যেন কিছুক্ষণের জন্য ভুলে যাওয়া হয় যে কতটা বিশ্রী এক মুভি দেখছি। এক কথায় ফালতু একটা মুভি।
রেটিং- ০.৫/৫ 

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...