Wednesday, September 14, 2011

হিন্দী মুভি বাংলা রিভিউ- “Tees Maar Khan”

যাদের হিন্দী মুভি এবং যারা হিন্দী মুভি পছন্দ করে তাদেরকে দেখে গা রি রি করে তাদের উদ্দেশ্যে বলছি: “ভাই !! দেন গালি!! আরো গালি দেন ... গাইলায় আলুভর্তা বানায় দেন ... আজকাল আলুর দামও কিছুটা কমসে”। চলচ্চিত্র শিল্পকে খর্ব করার এক মুভি যার নাম Tees Maar Khan। আগে বলে রাখি অনেক হিন্দী মুভির মতো এটাও একটি নকল মুভি তবে একটি পার্থক্য আছে। যে মুভি থেকে এটি টুকলিফাই করা হয়েছে সেটি হলো ১৯৬৬ সনের ইতালীয় মুভি After The Fox (Caccia alla volpe) । অন্যান্য টুকলিফাইয়ের সাথে এটির পার্থক্য হলো যে After The Fox এর নির্মাতা যদি Tees Maar Khan দেখে তবে সকলের পা ধরে বলবে:”ভাই মাফ করেন। আমার মুভি এত খারাপ না। আর পচানি দিয়েন না। এই রকম বমি করা টাইপ মুভি সম্পূর্ণ অরিজিনাল!!”
মুভির কাহিনী বলি। একটা ট্রেনে করে সমগ্র ভারতবর্ষের বহুত সম্পত্তি হীরা মানিক সোনা-দানা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবে। চুরি করার জন্য এক্কেরে রেডি জোহুরি ভ্রাতা (Rajiv- Raghu)। আর কাজটি তারা করাবে বিখ্যাত চোর ত্রিশটা মাইর খান থুক্কু Tees Maar Khan ( Akshay Kumar)। তারে পুলিশ ধরতেই পারে না। ধরলেও আটকাইতেই পারে না। তার GF হইলো বিখ্যাত Item কন্যা Anya ( Katrina Kaif) । Tees Maar Khan এর আসল নাম হলো Tabrez Mirza Khan এবং তার মায়ের চোখে সে একজন বিখ্যাত মুভি পরিচালক। জোহুরি ভ্রাতারা খুঁজে বের করে Tees Maar Khan কে । TMK এর মাথায় আসে এক দুর্দান্ত প্ল্যান চুরি করার। বানামু মুভি চোরামু টাকা। এদিকে দেশের অন্যতম সুপার ইষ্টার হইলো গর্দভের গর্দভ বলদের বলদ Atish Kapoor ( Akshaye Khanna) । দিন রাত Oscar Oscar বইলা খেইচা চিক্কুর পারে। কিন্তু Oscar পায় না। TMK বানানো শুরু করে তার মুভি যার মধ্যে একটি দৃশ্যে ট্রেনের মালামাল চুরির নামে সব হীরা মানিক চুরি করা হবে। শুরু হয় TMK এর কাজ এবং ঘটতে থাকে এমন সব ঘটনা যেগুলি দেখে সকল দর্শক আশে পাশের দেয়ালের মধ্যে মাথা ঠুকে আর বলে: “কী ছিল আমার অপরাধ??”
মুভিটির কাহিনী যেহেতু নকল সেহেতু খুব একটা খারাপ না কিন্তু সেই কাহিনীকে যাচ্ছে তাই করে ছেড়েছে বিখ্যাত পরিচালক Farah Khan এবং তার স্বামী Shirish Kunder। নিজেদেরকে আকাশচুম্বী তারকা মনে করে এই দুজন ভেবেছিল মুভিতে তাদের অগাধ প্রতিভা থাকলেই হয়। সেটাতে শাহরুখকে না নিয়ে অক্ষয়কে নিলেও হয়। কিন্তু আমার মতে Om Shanti Om এর মতো জঘণ্য মুভিটির মতো হয়তো শাহরুখ এটারো সিস্টেম করতে পারতো। কিন্তু যা হওয়ার তা হইসেই। বানা তোরা আরো মুভি বানা।
এই মুভিটিকে Loud Comedy না বলে বলা উচিত Foul Comedy। হাসির দৃশ্যের নামে যদি মানুষের মাথা ব্যথার উৎস তৈরি করা হয় তাহলে প্যারাসিটামল ফ্রীতে দেওয়া উচিত। Akshay Kumar এবং Akshaye Khanna তাদের মুভির ক্যারিয়ারের জঘণ্যতম অভিনয় করেছেন। আমার মতে Akshay Kumar এর এখন বোঝা উচিত যে পয়সা না দেখে আগে একটু কাহিনী দেখা দরকার। বাকি সবার অভিনয় যেমন হয় তেমনই হয়েছে। তবে মুভিটির একমাত্র দর্শনীয় দিক ছিলেন Katrina !! তার Sheila Ki Jawani তো এখনো সারা দুনিয়াকে পাগল করে বেড়াচ্ছেই তাছাড়া একমাত্র Katrina’র দৃশ্যগুলিই ছিল বেশ হাসির।
এছাড়া সংগীত বলতে Title Song এবং Sheila Ki Jawani বেশ ভালো। অন্যগুলি মোটামুটি মানের। অবাক করা বিষয় হলো সংলাপ কিন্তু বেশ বিচক্ষণ মানের হাসির কিন্তু চিত্রনাট্য এবং অভিনয় অতিরিক্ত মানের খারাপ। ভারতের লোকদের ভয় হওয়া উচিত যে এই মুভিটি বিদেশের মাটিতেও মুক্তি পাচ্ছে। তারা কী ভাববে??
সব মিলিয়ে Tees Maar Khan হলো মুভির নামে কলংক !!!
রেটিং- ০.৫ / ৫

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...