Wednesday, September 14, 2011

ইংলিশ মুভি ( হিন্দী অনুবাদ) বাংলা রিভিউ- “Delhi Belly” ০৮ ই জুলা

ধূমকেতু যেমন আকাশে উড়ে যাবার সময় তার ঔজ্জ্বল্য ছড়িয়ে দেয় তেমনি টিভির পর্দায় ট্রেলার আসার ভয়ানকভাবে সাড়া ফেলে দেয় Aamir Khan এর প্রযোজনার নতুন ছবি Delhi Belly। কিন্তু অনেকেই পরে জানতে পারেন যে ধূমকেতুতে যেমনি বরফ আর ধুলাবালি ছাড়া তেমন কিছুই নেই, তেমনি Delhi Belly তে তেমন কিছু নেই। তাই বলে কি ধূমকেতু সাধারণ কিছু নাকি?? ধূমকেতুর গতি এবং সামনের সবকিছুকে তছনছ করার মত রয়েছে যথেষ্ট শক্তি তেমনি Delhi Belly কে সাধারণ মাপের মুভি বলে উড়িয়ে দেয়া যাবেনা।
কাহিনী জানা যাক। Tashi ( Imran Khan) , Nitin ( Kunal Roy Kapoor) এবং Arup ( Vir Das) তিন যুবক থাকে শহরের একটি ছোট্ট বাসায়। তারা তিনজন হচ্ছেন আদর্শ ব্যাচেলর। মানে অনেক পরিশ্রম করে চাকরী করে, টাকা পয়সা রোজগার করে । কিন্তু নিজের বাসাটাকে একেবারে আবর্জনা বানিয়ে ছাড়ে এবং প্রতিবারই বাসার ভাড়া দিতে দেরী হয়। Tashi একজন অত্যন্ত পরিশ্রমী সাংবাদিক। Nitin হলো তার সহকারী ফটো সাংবাদিক। Arup একজন কার্টুনিস্ট যে প্রতিদিনই কলা’র ছবি আঁকে। এরই মধ্যে এই তিনজনের জীবনে আসে ভয়ংকর ৪৮টি ঘণ্টা যেটা সবার জীবনকে পুরোপুরিভাবে বদলে দেয়। এই ৪৮টি ঘণ্টা নিয়ে পুরো মুভিটি। তার কিছু অংশ বলছি।
Tashi’র বাগদত্তা হচ্ছে এক বেকুব সুন্দরী Sonia ( Shehnaz) । বেকুব সুন্দরী বেকুবি করে শেষমেশ নিজে এক চোরাকারবারিকে সাহায্য করে। তার কাজ ছিল খুবই সোজা । শুধু মাত্র এক বিদেশীর কাছ থেকে এক থলি এক মাফিয়ার কাছে পাঠানো। কিন্তু সে তো আর জানে না যে ঐ থলির মধ্যে আছে কয়েক কোটি মূল্যের হীরা। ব্যস থলি নিজের কামলা Tashi রে দিয়া বলে পৌছায় দাও। Tashi দেয় আরেকজনরে , সে দেয় আরেকজনরে। ব্যস মাফিয়ার কাছে হীরা না গিয়ে যায় অন্যকিছু। মাফিয়া কি আর ছাড়ে? শেষমেশ Sonia , Tashi , Arup এবং Nitin এর জীবন বাঁচানোই হয়ে ওঠে অসম্ভব এক ব্যাপার। এই ঝামেলায় সাহায্যে আসে Tashi ‘র সহকর্মী Maneka ( Poorna) । পরে সেই হয়ে ওঠে অন্যতম প্রধান চরিত্র।
মুভিটি ইংরেজী হলেও হিন্দী অনুবাদ সংস্করণটি দেখেছি। সেকারণে হয়তো মুভিটির সর্বোপরি মজাটি টের পাইনি। কিন্তু মুভিটিকে ইংরেজীতে বানানোর কোন প্রয়োজন দেখিনি। হিন্দীতে বানালেই আরো ভালো হত। মুভিটি প্রাপ্তবয়স্কদের জন্য বলে ঘোষণা দিলেও এর কারণ ছিল শুধুমাত্র হিন্দী গালাগালি। যারা হিন্দী গালি বুঝেননা তারা কিছু টেরই পাবেন না আর যারা বুঝেন তারা বলবেন “ধ্যুত! এইটা কোন গালি হইলো?? গালির মধ্যে বাংলা গালিই সেরা!!” এছাড়া অল্প কিছু হাল্কা পাতলা দৃশ্য আছে যেটা দেখে বাচ্চা পোলাপাইন যদি কইয়া বসে :“ ঐ আংকেল-আন্টি কী করছে??” তাইলে কইলাম বিপদে পরবেন। এছাড়া পুরো মুভিটিতেই একটু পরপর Kunal Roy Kapoor এর বাথরুমে বসে বোমাবাজি ।
অভিনয়ের দিক দিয়ে Imran Khan কে দারুণ লেগেছে। এটা একটু অন্য ধরণের চরিত্র এবং Imran যথেষ্ট ভাল করেছে। তাকে এই মুভিতে দেখে মনে হয়: নাহ্ পোলাডা উঠবো। Vir Das, Poorna , Shehnaaz, Vijay Raaz এর অভিনয় ভালো হয়েছে। তবে আমার কাছে Kunal Roy Kapoor এর অভিনয় সবচেয়ে ভালো লেগেছে। মেধাবী এই পরিচালক-অভিনেতাকে প্রথম দেখেছিলাম পিচ্চি কালে Just Mohabbat সিরিয়ালের পিচ্চি Sanju চরিত্রে।
পরিচালক Abhinay Deo এবং লেখক Akshat Verma ভালোই কাজ করেছেন। মুভিটির সবচেয়ে ভালো দিক হলো মুভিটি খুবই দ্রুতগতির এবং এক কথায় স্মার্ট একটি মুভি। এই দৃশ্য করলে ঐ আংকেল রাগ করবে , ঐ আন্টি খেপবে এইগুলির কিছু ধার ধারেনা। মুভিটির Bhaag DK Bose গানটি পুরোটাই একটি অত্যন্ত খারাপ গালি হলেও বর্তমানে এটি সবার মুখে মুখে। প্রত্যেকটি গান বেশ ভালো। কিন্তু মুভিটিতে পুরোপুরি শুধুমাত্র Jaa Chudail ( যা ডাইনী) টিই একমাত্র রাখা হয়েছে। তবে মুভিটির শেষ যাদু আসে যখন Aamir Khan নিজেই চলে আসে সম্পূর্ন এলভিস স্টাইলে I hate You ( Like I Love You) গানটিতে। তখন আসলেই চরম লাগে। সংগীত পরিচালক Ram Sampath কে ধন্যবাদ দিতে হয়।
মুভিটির মার্কেটিং ছিল বেশ দারুণ । Aamir Khan তার স্ত্রী Kiran Rao কে দিয়ে দারুণ কিছু Music Video বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়। Aamir Khan এর তুলনা আসলে Aamir Khan নিজেই।
মুভিটি একটু অন্যরকম হলেও বাংলাদেশের লোকদের অন্যরকম নাও লাগতে পারে। এর কারণ এ ধরণের ফারুকী স্টাইলের নাটক দেখতে দেখতে পুরো বাংলাদেশ পইচ্চা গেসে। পার্থক্য হলো ফারুকীর নাটকে এইরকম গালি থাকে না আর এই মুভিতে তিশা-মোশাররফ নাই।
সব মিলিয়ে মোটামুটি ভালোই টাইম-পাস মুভি।

রেটিং – ৩/৫

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...