Thursday, September 15, 2011

আজিব চিজ সাবানখেকো মানুষ Exclusive


প্রতিদিন সাতটি লাইফবয় সাবান খান আবদুল করিম


ক্লান্ত শরীর নিয়ে একদিন দুপুরবেলা গোসল করার সময় মনের ওপর জোর করেই গায়ে মাখার সাবান খেয়ে ফেললেন। প্রথম দিন খেয়েই তাঁর ভালো লেগে যায়। পুরো একটি সাবানের অর্ধেকটা খেয়ে তৃপ্তির ঢেঁকুর তোলেন। দিন দিন এই খাদ্য গ্রহণের পরিমাণ বেড়েই চলেছে। এখন প্রতিদিন খাচ্ছেন সাত-সাতটি সাবান। আগে যেকোনো সাবান খেলেও একদিন লাইফবয় সাবান খাওয়ার পর তাঁর ভালো লাগে। এর পর থেকে ২২ টাকার লাইফবয়ই তাঁর প্রিয়।
টানা ৩০ বছর ধরে খাদ্যতালিকায় ভাত-রুটি, মাছ-মাংস ও তরিতরকারির পাশাপাশি রেখেছেন সাবান। কিভাবে সাবান খাওয়া শুরু হয়_এ প্রশ্নের জবাবে ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামের ৫৭ বছর বয়সী আবদুল করিম বলেন, 'গোসল করার সময় সাবানের সুবাস ভালো লাগা থেকেই সাবানের প্রতি আসক্তির শুরু। প্রথম প্রথম খেতাম সাবানের ফেনা।'
সাবান খাওয়া নিয়ে তাঁর আছে অনেক স্মৃতি। একবার সাবান খাওয়ার পর পানি খেতে ইচ্ছা হলো। পানি যেই না মুখে তুলেছেন, অমনি এক লোক তাঁর সঙ্গে দেখা করতে এল। তার সঙ্গে কথা বলতে গিয়ে মুখ দিয়ে শুধুই ফেনা বের হচ্ছিল। সেই দৃশ্য দেখে লোকটি কথা না বলেই দিল ভোঁ-দৌড়। আরেকবার পাঁচটি সাবান খাওয়ার পর বাকিগুলো আর পাচ্ছিলেন না। চিৎকার-চেঁচামেচির পর জানতে পারলেন, তাঁর ছেলে গোসল করার জন্য একটি সাবান নিয়ে গেছে। আরেকটি আগের দিন রাতে ঘুমের আগে খেয়েছিলেন। তাই হিসাবে সেদিন দুটি সাবান কম খেতে হয়েছিল। তবে মন খারাপ হয়েছিল একবার, যখন কয়েক দিনের জন্য খাদ্যজনিত ত্রুটির কারণে পেটে সমস্যা হয়েছিল। সেই কয়দিন মাত্র দুটি করে সাবান খেতে হয়েছিল, যাতে মোটেই তৃপ্তি পাননি তিনি। আরো মজার ব্যাপার হলো, একবার এক বিদেশি তাঁকে দেখতে এসেছিলেন। হাতে করে এনেছিলেন বেশ কিছু বিদেশি সাবান। আবদুল করিম ওই বিদেশির মনরক্ষার জন্য দুটি সাবান খেয়ে বললেন ওই সাবান না দিয়ে লাইফবয় দিতে। পরে অবশ্য বিদেশি ভদ্রলোকটি তা-ই করেছিলেন। আবদুল করিম সাবান খান মূলত গোসলের আগে। সাবান খাওয়ার এই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়ে যায়। এলাকার বিভিন্ন অনুষ্ঠানে করিমের ডাক আসে। সেখানে সাবান খাওয়া দেখাতে হয়। তবে শর্ত একটাই_তাঁকে অনেক সাবান দিতে হবে।
দীর্ঘদিন ধরে সাবান খাওয়া সত্ত্বেও শারীরিক কোনো সমস্যায় আক্রান্ত হননি আবদুল করিম। তবে সাবান না খেলেই নেশার মতো হাত-পা কাঁপে, রাতে ঘুম আসে না, ভাত খেতেও ভালো লাগে না। তাই তিনি বলছিলেন, 'মরার আগ পর্যন্ত প্রতিদিনই সাবান খেতে চাই। সাবান খাওয়ায় তৃপ্তি পাই, যা পৃথিবীর কোনো খাদ্য থেকে পাই না।'
আবদুল করিমের দুই ছেলে আল-মামুন ও আল-মাসুদ এবং এক মেয়ে শাহানা। স্ত্রী আনোয়ারা বেগমের বাবার বাড়ি জামালপুরে। নিজ এলাকা কানুরামপুর বাসস্ট্যান্ডে ছোট্ট একটি খাবারের দোকান আছে তাঁর। বিপদ হবে_এই আশঙ্কায় আনোয়ারা বিয়ের পর প্রথম প্রথম স্বামীকে সাবান খেতে বারণ করতেন। এখন আর করেন না। ছেলে মামুন বলেন, 'আব্বাকে অনেক বলেছি। কিন্তু সাবান খাওয়া বন্ধ হয় না। সাবান খেলে তাঁর কোনো অসুবিধাও হয় না। তাই নিষেধ করি না।'

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...