পৃথিবীর সবচেয়ে "আজাইরা" কিছু প্রশ্ন এবং তাদের উপযুক্ত উত্তরঃ
ফেসবুক চালাছিঃ । তখন যদি কেও বলে যে কিরে ফেসবুক চা লাইতাছত নাকি ?
উত্তরঃ না রে ভাই আমি তো আয়নার সামনে চুল আচরাচ্চছি ...।
ভাত খাওয়ার সময়: কীরে খাচ্ছিস?
উত্তর: "না ভাতের চাউল ফুটাইয়া পোলাও বানানো যায় কি না সেই রেসিপি টেস্ট করতেছি
মাঝরাতে ফোন করে ঘুম ভাঙ্গিয়েঃ "দোস্ত ঘুমাইছিলি??"
উত্তরঃ "না না,আমি আফ্রিকার বানর প্রজাতির বিবাহ বন্ধন প্রক্রিয়া নিয়ে ভাবতেছিলাম!!"
সিনেমা হলে দেখা হলেঃ "আরে দোস্ত এখানে কি করিস??"
উত্তরঃ "আমি সিনেমা হলে পপকর্ণ বেচার কাজ নিছি!! পপকর্ণ কিনবি একটা, প্লিজ??"
বাসায় ঢুকার সময়কাধে ব্যাগ ঝুলিয়ে ঢুকার সময়
ভাই আপনি কখন আসছেন?
উত্তর: না ভাই আমি এখন ও আসি নাই, আরো দুই তিন ঘন্টা লাগতে পারে
বাসে (পা মাড়িয়ে) দিয়েঃ "সরি ভাই!! ব্যাথা পান নাই তো??"
উত্তরঃ "না ভাই,ব্যথা পাব কেন??" আমার পায়ে লোহা বাধা আছে!! আর একবার পাড়া দেন প্লীজ!!"
TNT ফোনে কল করার পরঃ "দোস্ত, তুই কোথায়??"
উত্তরঃ "আমি মার্কেটে দোস্ত!! TNT ফোনটা আমার গলায় ঝুলিয়ে রাখছি!!"
চুল ছোট দেখলেঃ "কিরে চুল কাটিয়েছিস নাকি??"
উত্তরঃ "না না চুল কাটাই নাই!! এখন শীতকাল তো, গাছের পাতা ঝরার সাথে সাথে আমার চুল
নিজে নিজে ছোট হয়ে গেছে!!"
একটি Plug N Play একটি Copy & Paste প্রযোজনা
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
No comments:
Post a Comment