একটি বিশেষ উপলক্ষে http://shafiul.com এর ৫০০ মেগা বা তার বেশি যে কোন মেগার ডোমেইন হোস্টিং প্যাকেজ এর উপর ৫০০ টাকার একটি বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এবং এই ছাড়া শুধু মাত্র অক্টোবর ২৫, ২০১১ পর্যন্ত কার্যকর।
প্যাকেজ মূল্য দেখতেঃ http://shafiul.com/packages.phpএখানে দেওয়া মূল্যের উপরে প্যাকেজ ৪ এবং ৫ এ ৫০০ টাকা ছাড়, এবং প্যাকেজ ৩ এ ৩০০ টাকা ছাড়।
এছাড়া ছাত্র-ছাত্রীদের জন্য একটি বিশেষ সুযোগ সব সময়ের জন্য আছে। তা হল যে ২৫০ মেগাবাইটের প্যাকেজ বা তার বেশি মেগার যে কোন প্যাকেজের ৫০% মূল কেনার সময় পরিশেষ করে বাকি ৫০% টাকা ৯০ দিনের মধ্যে পরিশোষ করার সুযোগ। তবে এই সুযোগটি উপরোক্ত ছাড়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
===================================
এছাড়া ডোমেইন হোস্টিং এর বিষয়ে কিছু কথা পড়ুনঃ
এই ইন্টারনেটের যুগে বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রায় সব ধরণের প্রতিষ্ঠানেরই ওয়েব সাইট থাকে। বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ওয়েব সাইট তৈরি করেছে, বা করছে। শুধু প্রতিষ্ঠান নয়, এখন বেক্তি পর্যায়েও অনেকেই ওয়েব সাইট করছেন। কেউ কেউ আবার অনলাইনে আয়ের মাধ্যম হিসাবেও নিজের ওয়েব সাইট বা নিজের ব্লগকে বেছে নিচ্ছেন।
তবে অনেকেই আছেন হোষ্টিং কেনার আগে নিশ্চিত থাকেন না যে সার্ভিসের মান কেমন হবে। আপটাইম কেমন হবে, সার্ভার স্পিড কেমন হবে ইত্যাদি।
তাদের জন্য আমার এই বিশেষ কার্যক্রম। আমার কাছ থেকে হোষ্টিং নেবার আগে ফ্রিতে ১মাস ১০০মেগাবাইটের একটি হোস্টিং নিয়ে দেখুন। পেইড হোস্টিং এর সব রকম সুযোগ সুবিধা পাবেন। ১মাস পরে ইচ্ছা করলে পেইড হোষ্টিং এ যেতে পারেন, তবে কোন বাধ্যবাধকতা নাই।
ফ্রি ট্রায়ালটির সাথে মেইল ব্যবহারের সুবিধাও থাকছে, সুতরাং সম্পূর্ণ রূপে আমাদের সার্ভিস কেমন হবে তা বুঝতে পারবেন। এই ফ্রি ট্রায়ালে আপনি আমাদের অটো ইন্সটলার দিয়ে বিভিন্ন কনন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার (যেমনঃ জুমলা, ওয়ার্ডপ্রেস, পিএইচপিবিবি, জেনকার্ট ইত্যাদি) ফ্রিতে এবং ঝামেলা ছাড়াই এক ক্লিকে ইন্সটল করে নিতে পারবেন।
আপনার ফ্রি ট্রায়াল পেতে মেইল করুনঃ sales@shafiul.com
এতে আপনার, নাম, প্রতিষ্ঠানের নাম (শুধু মাত্র প্রতিষ্ঠানের ক্ষেত্রে) ইমেইল এড্রেস, মোবাইল নম্বর, পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। আর শর্ত একটাই, কোন প্রকার অবৈধ কোন কিছু সাইটে রাখতে পারবেন না
আর প্রতিষ্ঠানের জন্য এই ১মাসের ট্রায়ালকে সর্বচ্চো ৩মাস পর্যন্ত বর্ধিত করা যাবে।
ফ্রি ট্রায়াল শেষে আপনি ইচ্ছা করলে আপনার ডাটা ব্যাকআপ করে নিতে পারবেন, এতে আমাদের কোন বাধা থাকবে না। আর এর সাথে যেহেতু্ পার্কড, এডঅন এবং সাব ডোমেইন ব্যবহারের সুযোগ থাকছে, তাই আপনি ইচ্ছা করলেই আপনার ডোমেইনটি আমাদের হোষ্টিং এ কানেক্ট করে দেখতে পারেন।
আমাদের বিভিন্ন প্যাকেজ দেখতে এখানে ক্লিক করুন ।
এই অফারটি ১টি ডোমেইন এবং হোস্টিং এর সাথে। অর্থাৎ আপনি ডোমেইন এবং হোস্টিং নিলেই এই অফার কার্যকর হবে। আর হোস্টিং এর ক্ষেত্রে আমাদের থাকছে ২মাসের (৬০ দিনের) ১০০% মানিব্যাক গ্যারান্টি।
আর আমরা প্রতিটি ডোমেইনের সাথে ডোমেইন কন্ট্রোল প্যানেল দিয়ে দেই, তাও ফ্রিতে। মনে রাখবেন যে ডোমেইন কন্ট্রোল প্যানেল এবং হোষ্টিং কন্ট্রোল প্যানেল কিন্তু আলাদা। অনেক প্রতিষ্ঠান হোস্টিং কন্ট্রোল প্যানেলকেই সব বলে চালিয়ে দেয়। এ বিষয়ে বিস্তারিত পড়ুন এখানে ।
প্রতিটি প্যাকেজের সাথে ফ্রিতে থাকছেঃ
১. একটি .com বা .org বা .net ডোমেইন
২. ফ্রি ssl সার্টিফিকেট
৩. আলাদা ডোমেইন কন্ট্রোল প্যানেল এবং হোস্টিং কন্ট্রোল প্যানেল
৪. হোস্টিং এর জন্য ৬০ দিন মানি ব্যাক গ্যারান্টি
৫. ফ্রি সাইট বিল্ডার
৬. অনেক ফ্রি কন্টেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার (জুমলা, ওয়ার্ডপ্রেস ইত্যাদি)
৭. মানিবুকারস বা এলার্ট পে এর মাধ্যমে পেমেন্ট সুবিধা
৮. হোস্টিং সাইজের ঠিক ১০গুন ব্যান্ডওয়্যাইথ
৯. গুগুল মেইল (নিজের ডোমেইনের নামেই)
১০. গুগুল এনালিটিক্স ইন্সটল এবং হেল্প
১১. ইয়াহু সাইট এক্সপ্লোরার ইন্সটলেশন
১২. ২৪/৭ ফোন এবং মেইল সাপোর্ট
১৩. ইচ্ছামত সাবডোমেইন তৈরির সুবিধা
১৪. আরও বেশ কিছু সুযোগ সুবিধা।
আশাকরি এই উদ্দোগটি আপনাদের ভাল লাগবে এবং কাজেও লাগবে।
বিস্তারিত জানতে কল করুনঃ ০১৯১৪৪৭৫৫৩৪ বা ০১৮১৮০৭৭৯২২
সবাইকে ধন্যবাদ!!!
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment