Wednesday, October 26, 2011

ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন ?

1 ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নানারকম প্রক্রিয়া আছে। এর মধ্যে একটি ভাল প্রক্রিয়ার কথা আজ আপনাদের জানাব। নিচে প্রদত্ত লিংক থেকে প্রথমে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি নামিয়ে নিন। এটি ইন্সটল করুন এবং যদি কোন এন্টিভাইরাস এটিতে ভাইরাস প্রদর্শন করে তবে Ignore করুন। ইন্সটল করার পর ইউটিউবে যেকোন ভিডিও প্লে-ব্যাক করা হলে ভিডিওর উপরে ডান পাশে

একটি ম্যাসেজ দেখাবে (Download this video) ম্যাসেজটিতে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করতে পারবেন। আর যদি কোন কারণে ম্যাসেজটি না দেখায় তবে ইউটিউবের ভিডিও পেজে মাউসের ডান বাটন প্রেস করুন। এখান থেকে Download flv video with idm অপশন দ্বারা ডাউনলোড করতে পারবেন।

Internet Download Manager- Download


2 আপনি যদি এই http://www.youtube.com/watch?v=N9oS_AfFAY লিংক এর ভিডিও ডাউনলোড করতে চান তাহলে ব্রাউসারে লিখুন http://www.voobys.com/watch?v=N9oS_AfFAYo অর্থাত youtube শব্দের পরিবর্তে voobys লিখতে হবে। তাহলে ডাউনলোডের অপশন চলে আসবে।


3 http://youtubedownload.altervista.org/

go this link & download youtube downloder ..it works nicely



4 ১. বিডিওডা ইন্টারনেট এক্সপ্লোরারে খোলেন।
২. এডরেস বার থেকা লিংক কপি করেন।
৩. http://www.keepvid.com এ গিয়া ইউটিউব এর এডরেসটা পেষ্ট করেন।
৪. ডাইনের বাটনডা (GetVideo বাটম মনে হয়) কিলিক করেন
৫. একটু নিচে দেকবেন দুইটা লিং আইসে
৬. এমপি৪ আর এফ এল বি
৭. যেইডা বালো লাগে ডাউনলোড করেন।
৮. গানের বিডিও অইলে এমপি৪ বালো আর এমনে বিডিও অইলে এফ এল বি বালো।


No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...