Sunday, October 23, 2011
অ্যাংরি বার্ড গেমটি নিয়ে মুভি নির্মাণ করতে চাইছে গেম নির্মাতা প্রতিষ্ঠান রোভিও।
অ্যাংরি বার্ড গেমস টি খেলেছেন তো নাকি ! যদি খেলে থাকেন তাহলে তো খুব ই ভালো করেছেন; আর না খেলে থাকলে আজই ডাউনলোড করে খেলুন; আমার খেলা গেমস গুলোর মধ্যে এটি সেরা গেমস গুলোর সেরা, এ কথা শুধু আমি বলছিনা আর দশটা গেমার দের জিজ্ঞেস করুন তাহলে বুঝবেন ;)
এ পর্যন্ত গেমটি ৪০ কোটিবার ডাউনলোড করা হয়েছে। আর এ সাফল্যেই গেমটি নিয়ে মুভি নির্মাণ করতে চাইছে গেম নির্মাতা প্রতিষ্ঠান রোভিও। -খবর হাফিংটন পোস্ট-এর।
স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওয়েব ২.০ কনফারেন্সে রোভিও কর্তৃপক্ষ জানিয়েছে, আইফোনের জনপ্রিয় গেম অ্যাংরি বার্ড সারবিশ্বে দৈনিক ৩০ কোটি মিনিট খেলা হয়।
এদিকে, অ্যাংরি বার্ড গেমটিতে নতুন চরিত্র হিসেবে আরো একটি ‘বার্ড’ যোগ করার পরিকল্পনা করেছে রোভিও। তবে, এটি ঠিক কি জাতীয় বার্ড হবে সে বিষয়ে এখনো মুখ খোলেনি রোভিও কর্তৃপক্ষ।
‘অ্যাংরি বার্ড’ মুভিতে কোনো তারকা অভিনেতা থাকছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি রোভিও।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment