Sunday, October 23, 2011
Handycam Camcoder সম্পর্কে বিস্তারিত জানুন (কিভাবে ব্যবহার করবেন বা কি সুবিধা পাবেন)
সবচেয়ে সহজে এবং উচ্চ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার জন্য Handycam Camcoder এর আলাদা সুনাম আছে । প্ররফশনাল এবং শখের বশে বা প্রয়োজনীয়তার জন্য যাদের রেকর্ড করতে হয় বিভিন্ন ভিডিও তাদের জন্য আমার মনে হয় Handycam Camcoder । এখন বেসিক প্রশ্ন হচ্ছে আপনি কেন এই ভিডিও ক্যামেরা কিনবেন, এতে কি সুবিধা আছে ? এ প্রশ্নগুলোর উত্তর আপনি সহজেই পাবেন নিচের ফিচার দেখে ।
Handycam Camcoder এর ফিচার –
০১. ৩.২ মেগাপিক্সেল ভিডিও এবং ৬.১ মেগাপিক্সেল স্টিল resolution পাবেন ।
০২. CMOS sensor এর মাধ্যমে ক্যামেরা automatically সময় নির্ধারণ করবে, আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না ।
০৩. 10x অপটিক্যাল এবং 20x ডিজিটাল জুম সুবিধা
০৪. smooth slow recording সুবিধা পাবেন ।
০৫. HD/SD দুই ফরম্যাটেই আপনার চাহিদামতো রেকর্ড করতে পাবেন
০৬. super night shot এর মাধ্যমে সম্পূর্ণ উচ্চ resolution এর মাধ্যমে অন্ধকারের দৃশ্য ধারণ করা সম্ভব ।
এছাড়াও আরও অনেক গুলো সুবিধা আছে । বিস্তারিত পাবেন এখানে । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এর দামটা । আপনি আপডেট দাম জানতে পারবেন (বাংলাদেশের বাজার অনুসারে) এখানে ।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment