সাদা পোশাকের রহস্যময় মানবরা!
কয়েক বছর ধরে সাদা পোশাকের এসব রহস্যময় মানুষের আনাগোনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের জুন মাসে বিএনপি নেতা কমিশনার চৌধুরী আলমকেও এভাবেই সাদা পোশাকধারীরা ধরে নিয়ে গিয়েছিল। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ধরনের নিখোঁজ হওয়া মানুষের সংখ্যা কম হবে না। মাইক্রোবাসে চেপে একদল সাদা পোশাকধারী ঢাকা শহরের বিভিন্ন বাসায় গিয়ে বাড়ির মালিকের খোঁজখবর নেয়_এ ধরনের কথা আজকাল প্রায়ই শোনা যাচ্ছে। রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ লাশের সংখ্যা বেড়ে যাওয়া নিয়েও উদ্বেগ আছে জনমনে
সম্প্রতি দিল্লির বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে সিলেটের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের কয়েকজন ইন্টার্ন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ডাক্তারদের মধ্যে বেশ কয়েকজন ভারত অধ্যুষিত কাশ্মীরের নাগরিক এবং তাঁদের বাংলাদেশি বন্ধুবান্ধব আছেন। এ কলেজের এক শিক্ষার্থী কাশ্মীরের ওয়াসিম আকরামকে ওই বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভারতে ডেকে নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে, বাংলাদেশে যেসব শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের কোন কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করেছে? সংবাদকর্মীরা এ ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি, সরকারের তরফ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। শুধু জানা যাচ্ছে, একদল সাদা পোশাকধারী লোক বাংলাদেশে অবস্থিত এই তরুণ চিকিৎসকদের ৫ ও ৬ অক্টোবর ধরে নিয়ে গেছে এবং জিজ্ঞাসাবাদ শেষে ফেরত দিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের কোনো বাহিনী এই গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দায়দায়িত্ব স্বীকার করেনি।
দেখা যাচ্ছে, কয়েক বছর ধরে সাদা পোশাকের এসব রহস্যময় মানুষের আনাগোনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের জুন মাসে বিএনপি নেতা কমিশনার চৌধুরী আলমকেও এভাবেই সাদা পোশাকধারীরা ধরে নিয়ে গিয়েছিল। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ধরনের নিখোঁজ হওয়া মানুষের সংখ্যা কম হবে না। মাইক্রোবাসে চেপে একদল সাদা পোশাকধারী ঢাকা শহরের বিভিন্ন বাসায় গিয়ে বাড়ির মালিকের খোঁজখবর নেয়_এ ধরনের কথা আজকাল প্রায়ই শোনা যাচ্ছে। রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ লাশের সংখ্যা বেড়ে যাওয়া নিয়েও উদ্বেগ আছে জনমনে।
সব মিলিয়ে সাদা পোশাকের এই বিশেষ রহস্যময় বাহিনী নিয়ে সন্দেহ ও উদ্বেগ সৃষ্টি হচ্ছে। আমাদের নিয়মিত বাহিনীতে সাদা পোশাকে তদন্ত করার ব্যবস্থা আছে। কিন্তু মানুষকে ধরে নিয়ে যাওয়ার এই রহস্যময় বাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যোগাযোগ আছে কি না, সেটি সরকারের তরফ থেকে পরিষ্কার করা হয়নি। তারা যদি সরকারের কোনো বিশেষ বাহিনীর লোকও হয়ে থাকে, তবু প্রয়োজন ছাড়া কোমরে পিস্তল গুঁজে কাউকে তুলে নিয়ে যাওয়া গ্রহণযোগ্য হতে পারে না। এই সুযোগে দুষ্কৃতকারীরাও নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক পরিচয় দিয়ে মানুষকে অপহরণ করে নিতে পারে। সরকারের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। কারণ রাষ্ট্রে এসব রহস্যময় সাদা পোশাকের মানুষের উপস্থিতি কারো জন্যই কল্যাণকর হবে না।
মূল লেখা...
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment