Saturday, October 22, 2011
মগের মুল্লুক ঢাকা শহর, গুলি না আতশ বাজি
এতক্ষণ ধরে বেশ শব্দ হল শাহবাগ, রমনা এই সাইডে। আমার বাপের বয়স ৬০+। হাই ব্লাড প্রেসারের রুগী। আমাকে বলল গুলি হচ্ছে অনেক। ঢাকা শহরে এখন তো আর আকাশ দেখা যায় না। বারান্দা দিয়ে তাকালে হাই রাইজ। সামনের বিল্ডিংএ দেখলাম কিছু মাইয়া ফাল পাড়তেছে, হাত তালি দিতেছে, ছবি তুলতেছে। আব্বারে কইলাম আতশ বাজি। বাপে কয় আজকে কি দিবস? পরে উপরের দিকে থাকে এক দোস্তরে ফোনাইয়া জানলাম আসলেই আতসবাজি। কতজন বৃদ্ধ ভয় পাইছে কে জানে। এই দেশটা ছাইড়া যে পলাইতে হইব দিন দিন সেই বিশ্বাসটা জোড়ালো হইতেছে।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment