Saturday, October 22, 2011

মগের মুল্লুক ঢাকা শহর, গুলি না আতশ বাজি

এতক্ষণ ধরে বেশ শব্দ হল শাহবাগ, রমনা এই সাইডে। আমার বাপের বয়স ৬০+। হাই ব্লাড প্রেসারের রুগী। আমাকে বলল গুলি হচ্ছে অনেক। ঢাকা শহরে এখন তো আর আকাশ দেখা যায় না। বারান্দা দিয়ে তাকালে হাই রাইজ। সামনের বিল্ডিংএ দেখলাম কিছু মাইয়া ফাল পাড়তেছে, হাত তালি দিতেছে, ছবি তুলতেছে। আব্বারে কইলাম আতশ বাজি। বাপে কয় আজকে কি দিবস? পরে উপরের দিকে থাকে এক দোস্তরে ফোনাইয়া জানলাম আসলেই আতসবাজি। কতজন বৃদ্ধ ভয় পাইছে কে জানে। এই দেশটা ছাইড়া যে পলাইতে হইব দিন দিন সেই বিশ্বাসটা জোড়ালো হইতেছে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...