এবার কাজের কথায় আসি, আমরা যারা নোকিয়া ফোন ব্যবহার করি তাদের অনেকেই হয়ত জানেন না যে নোকিয়া তাদের গ্রাহকদের জন্য সুন্দর একটি পিসি অ্যাপ্লিকেশান তৈরি করে রেখেছে, যার নাম পূর্বে ছিল অভি স্যুইট এখন নতুন নাম দেয়া হয়েছে নোকিয়া স্যুইট । এটি অত্যান্ত দরকারি একটি সফটওয়্যার । এটির লেটেস্ট ভার্সন হল 3.2.100 । এবার আসুন জেনে নেই এর দ্বারা আমরা কি কি উপকার পেতে পারি তার কিছু অংশ ।
- ১. এখন থেকে মোবাইল হারালেও আপনার গ্যালারি ফাইল, গান, মেসেজ, পিকচার, ফোন বুক, এমন কি নোট এবং ক্যালেন্ডার ইভেন্ট পর্যন্তও হারাবে না কারন আপনি এর দ্বারা নিয়মিত ব্যাকআপ রাখতে পারবেন।
- ২. আমরা জানি নোকিয়ার একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশান হচ্ছে ম্যাপস, কিন্তু মোবাইল এ এটি চালাতে গেলে আবশ্যই ইন্টারনেট লাগে। আর যার দ্বারা প্রচুর টাকা অপচয় হয়, তাছাড়া সেটি প্রতিবার নেট থেকে লোডিং হয় যা প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। আর সবচেয়ে বড় কথা এত কিছুর পরেও মনের মত হয়না। তাই আপনার এ সমস্যা সমাধান করতে এতে যোগ করা হয়েছে অ্যাডভান্সড ম্যাপস অ্যাপ, যার দ্বারা আপনি আগে থেকেই যেকোনো দেশ, মহাদেশ, এমনকি সারা বিশ্বের ম্যাপ আপনার মোবাইল এ ডাউনলোড করে রাখতে পারবেন। ডাউনলোড করুন মাত্র একবার তাও পিসি দিয়ে আর উপভোগ করুন যতবার ইচ্ছা যেখানে ইচ্ছা।
- ৩. পিসিতে নেট আছে কিন্তু মোবাইল এ নেই,হয়ত মন চায় নোকিয়া স্টোর থেকে ডাউনলোড করতে কিন্তু পিসি দিয়ে তো আর নোকিয়া স্টোর থেকে ডাউনলোড করা যায়না, কোনো সমস্যা নেই আপনি এখন থেকে নোকিয়া স্যুইট দিয়ে পিসির মাধ্যমে ডাইরেক্ট মোবাইল এ নোকিয়া স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন ।
- ৪. এর দ্বারা আপনি মোবাইল এর ইন্টারনেট দ্বারা পিসিকে কানেক্ট করতে পারবেন কোনরূপ ঝামেলা ছাড়া ।
- ৫. এর দ্বারা আপনি নিয়মিত মোবাইল এর সফটওয়্যার আপডেট করতে পারবেন।
- ৬. এর দ্বারা আপনি আপনার মোবাইল এর বিস্তারিত তথ্য জানতে পারবেন।
এছাড়াও আরও অনেক কিছু করতে পারবেন যা লিখে শেষ করা আমার জন্য দুঃসাধ্য, তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আর এর গ্রাফিক্যাল ডিজাইন ও খুব সুন্দর যা আপনাকে মুগ্ধ করবে ।
এটি চালাতে মিনিমাম যা যা লাগবে তা হল -
System requirements
To install Nokia Suite, you need:
- Microsoft Windows 7 32-bit & 64-bit (excluding Starter Edition), Windows Vista 32-bit & 64-bit (Service Pack 1 or newer), or Windows XP 32-bit (with Service Pack 2 or newer)
- 2 GB of disk space on your computer
- 1 GHz processor
- 64 MB graphics card
- 1 GB of RAM (random access memory)
- 1024x576 screen resolution and 24-bit color
Note: To play high-definition video, you need a 2 GHz processor and 128 MB of video memory
তাহলে আর দেরি কেন এখনি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ ও সুন্দর থাকুন সেই কামনা রইল, শুভ বিদায় ।
No comments:
Post a Comment