Thursday, November 10, 2011

SD Formatter দিয়ে ভাইরাস আক্রান্ত মেমোরি কার্ড Format দিন

, আমরা যারা মেমোরীতে গান ডাউনলোড করি অনেক সময় ভাইরাস এর কারণে মেমোরি কার্ড, পেনড্রাইভ, Format হয় না। আর এই সমস্যার সমাধান এর জন্য এই সফটওয়ার দিয়ে যে কোন মেমোরি কার্ড, পেনড্রাইভ, সহজেই Format করতে পারবেন। সফটওয়ারটি প্রথমে এখান থেকে ডাউনলোড করে আনজিপ করে নিন। এখন SD Formatter এ ডাবল ক্লিক করেন।

Next এ ক্লিক

Next এ ক্লিক

Next এ ক্লিক

Closc এ ক্লিক

কাজ শেষ এখন Start বাটনে ক্লিক করে All Programs > SD Formatter > SD Formatter ক্লিক করলে নিচের চিত্রের মত আসবে এখন আপনার ইচ্ছে মত Format দিয়ে নিন।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...