Monday, December 26, 2011

মাথা নষ্ট করা মেটাল ব্যান্ড - আমার কিছু ফেভারিটস!

গানের ব্যাপারে যেকোন ধরণেই আমার কোন আপত্তি নেই, যতক্ষণ না গান শুনে ঘুম এসে পরার উপক্রম হয়! গানের চয়েজের ব্যাপারে সবার সাথে আমার একটা পার্থক্য আছে, অনেকেই দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন মুডের গান শুনতে পছন্দ করেন, যেমন সকাল বেলায় ঠান্ডা টাইপের বা সুন্দর মিউজিকের গান দিয়ে দিন শুরু করা, বেলা হবার সাথে সাথে মিউজিকের তীব্রতা বাড়তে থাকে আর ঘুমোতে যাবার আগে আবার কোন ঠান্ডা টাইপের গান দিয়ে দিনের পরিসমাপ্তি! আমার ব্যাপারটা একটু অদ্ভূত, দিনের যেকোন সময়েই ধাতব সঙ্গীত আমার ভালোলাগে, মাঝে মাঝে সকালে যখন চোখ খুলতে চায় না তখন মাঝারি ভল্যুমে মেটাল শুনলে অনেক সময় মাথা ফ্রেশ হয়ে যায়! এইটা অবশ্য আমার নিজের পাগলা স্বভাবের জন্যও হয়ে থাকতে পারে! যাই হোক, যেই মেটাল এত পছন্দের সেই মেটাল কিন্তু আমি হালেই শোনা ধরেছি। বড়জোর বছর দুয়েক। আমার কানে সারাক্ষণই হেডফোন লাগানো থাকে, ঘরে থাকি আর বাইরেই থাকি, এমনকি পড়ার সময়ও। গান নিয়ে মাঝে মাঝে লেখালেখির সাধ জাগে তবে লিখতে ভয় হয়, কারণ আমি গানের ব্যকরনের ব ও জানি না, জেনার নিয়েও তেমন একটা জানাশোনা নাই, যা ভালো লাগে তাই শুনি। সে যাকগে, আমার পছন্দের ব্যান্ডের লিস্টি দিতে তো কোন সমস্যা নাই, তাই এই সিরিজ লেখার দু:সাহস করেই ফেললাম, আজকে শুধু প্রিয় ব্যন্ড গুলোর নাম বলবো, সাথে কিছু গানের লিংক দেবো যেগুলো যারা মেটাল শোনেন কিংবা এড়িয়ে চলেন দু'পক্ষেরই ভালো লাগবে। সয়েলওয়ার্ক সয়েলওয়ার্ক সবসময়ই আমার পছন্দের ব্যন্ডের লিস্টে থাকবে, কারণ একটাই, মেলডিক ডেথ মেটালে এদের ইউনিকনেস। এই চরম ব্যন্ডটার খোজ পেয়েছি ইনফ্লেমস শোনার সময়, সিমিলার আর্টিস্ট এর মাধ্যমে - ইনফ্লেমস আমার সবসময়ের পছন্দের আরো একটা ব্যন্ড। ১৯৯৫ সালে সুইডেনে সয়েলওয়ার্ক ব্যন্ডটি তৈরি হয়, আর এরপরই ভক্তদের মাতাতে আসতে থাকে একের পর এক মাস্টারপীস। সয়েলওয়ার্ক এর গান‌‌‌ ‌্যেকারণে আমার সবচেয়ে ভালো লাগে, তার পেছনে সবচেয়ে বড় অবদান গিটারিস্ট পিটার আর ভোকাল স্ট্রিড এর ইউনিকনেস। যারা চিল্লাচিল্লি মার্কা ভোকালের ভয়ে ডেথ মেটাল শোনেন না, তাদের জন্য তাই আমার প্রেসক্রিপশনে থাকবে সয়েলওয়া্র্ক। দু:খজনক ব্যাপার হোল, ট্যুর সংক্রান্ত জটিলতা আর অন্যান্য ব্যক্তিগত কারণে গিটারিস্ট পিটার ২০০৫ এর পর সয়েলওয়ার্ক ছেড়ে দেয়। এরপর ব্যন্ডটার আর কোন এলবাম বার হয়নাই, নতুন কোন গিটারিস্টও নেয় নি সয়েলওয়ার্ক।‌‌‌‌ ্যতদূর জানি তারা এখনো গীটারিস্ট এর খোজে আছে। কিন্তু পিটারের মিউজিকের যেই ইউনিকনেস সয়েলওয়ার্ক হারালো, সেটার অভাব আদৌ পূরণ হবে কিনা আমি সন্দীহান। কিছু গান সয়েলওয়ার্ক এর ভালো গান গুলোর একটা কালেকশন আছে আমার skydrive, এমপিথ্রি ফরম্যাট। মেলডিক মেটাল প্রেমীরা অবশ্যই শুনবেন, আর যারা মেটাল শোনেন না, তাদেরও চেখে দেখার আমন্ত্রণ থাকলো! ভিড্যু চাই! ইউটিউব থেকে সয়েলওয়ার্ক এর কয়েকটা জোস গানের লিংক দিলাম, না দেখলে মোটামোটি সিওর মিস করবেন।




See video



নার্ভ - গানটা ভালো লাগবে


See video



রিজেকশন রোল - এইটা চরম, সয়েলওয়ার্ক আর ইনফ্লেমস একে অন্যকে পচায়া গান বের করছে, দুইটার ভিডিও দেখলে হাসতে হাসতে অবস্থা খারাপ হওয়ার জোগাড়। মজা পেতে তাই ইনফ্লেমস এর ট্রিগার এর ভিডিওটাও দেখুন, গানটাও সুপার্ব :)


See video



ইনফ্লেমস - ট্রিগার


See video



ডিপার্চার প্ল্যান



সয়েলওয়ার্কের ভালো গান গুলোর ভিডিও ওরা বের করেনি। ওপরে দেওয়া আমার স্কাইড্রাইভ এর লিংকএ দেয়া সবগুলো এমপিথ্রি গানই মেলডিক ডেথমেটালপ্রেমীদের শোনা কর্তব্য!

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...