চীনা
প্রযুক্তি জায়ান্ট লেনোভো অ্যান্ড্রয়েডচালিত তিনটি ট্যাবলেট কম্পিউটার
বাজারে আনার ঘোষণা দিয়েছে। ৫, ৭ এবং ১০ ইঞ্চি মাপের স্ক্রিন যুক্ত এ
ট্যাবলেট তিনটি ডিসেম্বর মাসেই বাজারে চলে আসবে। খবর সিনেট এর।
চীনে এ ট্যাবলেট তিনটির ব্র্যান্ডনাম হবে ‘লিপ্যাড’। কিন্তু অন্যান্য দেশে ‘আইডিয়াপ্যাড’ নামেই বিক্রি হবে লেনোভোর নতুন তিন ট্যাবলেট।
৫ ইঞ্চির ট্যাবলেটটিকে প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন ‘ট্যাবলেটফোন’। ১.২ গিগাহার্টজ প্রসেসরের এ ট্যাবলেটটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। এ ছাড়াও ৭ ইঞ্চি এবং ১০ ইঞ্চি মাপের ট্যাবলেট দুটিতে থাকছে ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
Source
চীনে এ ট্যাবলেট তিনটির ব্র্যান্ডনাম হবে ‘লিপ্যাড’। কিন্তু অন্যান্য দেশে ‘আইডিয়াপ্যাড’ নামেই বিক্রি হবে লেনোভোর নতুন তিন ট্যাবলেট।
৫ ইঞ্চির ট্যাবলেটটিকে প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন ‘ট্যাবলেটফোন’। ১.২ গিগাহার্টজ প্রসেসরের এ ট্যাবলেটটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। এ ছাড়াও ৭ ইঞ্চি এবং ১০ ইঞ্চি মাপের ট্যাবলেট দুটিতে থাকছে ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
Source
No comments:
Post a Comment