কোড ঘেঁটে বিশ্লেষকরা জানিয়েছেন, আইওএস ৫.১-এর সঙ্গে কোন কোন ডিভাইস মানিয়ে নিতে পারবে তার একটা তালিকা রয়েছে। সেখানে আইপ্যাড থ্রিসহ ‘ভেন্ডর আইডি’, ‘ডিভাইস আইডি’ এবং অন্যান্য সফটওয়্যারের তালিকা দেয়া রয়েছে।
কোড বের করার পর নতুন করে খবর চাউর হয়েছে যে, আইপ্যাড ৩ এর দুটি আলাদা প্রটোটাইপ তৈরি করছে অ্যাপল। যার একটির মাপ হবে ৭.৮৫ ইঞ্চি। এ ছাড়াও ৭ ইঞ্চি মাপের একটি মডেল তৈরি করতে পারে অ্যাপল এমন খবরও রয়েছে।
সিনেট-এর বিশ্লেষক রিচার্ড শিম জানিয়েছেন, ইতোমধ্যে নতুন আইপ্যাড তৈরির জন্য অ্যাপল শার্প, এলজি’র সঙ্গে কাজ করছে।
কোড ঘেঁটে বিশ্লেষকরা বলছেন, ‘কোডে যে তালিকা রয়েছে সেখানে ৩.১ নামে যে পণ্যটি আসছে সেটি ‘আইটিভি’।
২০১২ সালের মার্চ মাসে নতুন ডিভাইস বাজারে আনতে পারে অ্যাপল।
Source
No comments:
Post a Comment