১৬ নভেম্বর লস এঞ্জেলসে অনুষ্ঠিত অ্যান্ড্রয়েড ইভেন্টে গুগল মিউজিক চালু করেছে কর্তৃপক্ষ। চলতি বছর মে মাসে মিউজিক স্টোরসহ গুগল মিউজিক-এর বিটা সংস্করণ চালু করা হয়েছিলো।
অ্যান্ড্রয়েড ২.২ এর ওপরে যেকোনো অপারেটিং সিস্টেমের ডিভাইসে গুগল মিউজিক সার্ভিসটি পাওয়া যাবে। এ সার্ভিসটি ব্যবহার করে ক্লাউডপ্রযুক্তিতে মিউজিক সংরক্ষণ করার এবং আপলোড করার সুযোগ পাবেন গ্রাহকরা।
এ সার্ভিসটিতে ২০ হাজার গান বিনামূল্যে রাখার সুযোগ দেবে গুগল।
গুগল মিউজিক সার্ভিসটি অ্যাপ্লিকেশন হিসেবে আসবে বলেও ঘোষণা দিয়ে রেখেছে গুগল। যে কোনো ব্রাউজারে সে অ্যাপ্লিকেশনটি খোলা যাবে বলেই গুগল কর্তৃপক্ষ জানিয়েছে।
No comments:
Post a Comment