বছরের
তৃতীয় ভাগে যতো স্মার্টফোন বিক্রি হয়েছে তার অর্ধেকের বেশিতে ব্যবহার করা
হয়েছে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এ ডিভাইসগুলোর আবার বেশিরভাগই
স্যামসাং-এর তৈরি। গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের সাম্প্রতিক প্রতিবেদনে এ
তথ্য প্রকাশিত হয়েছে।
জুলাইথেকে সেপ্টেম্বর এই ৩ মাসে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিক্রি হয়েছে ৬ কোটির বেশি যা মোট স্মার্টফোনের ৫২.৫ ভাগ। আগের ৩ মাসের তুলনায় এই বিক্রি ৫.৬ ভাগ বেড়েছে।
গার্টনারের তথ্য মতে, বাজারে অবস্থান সবচেয়ে বেশি হারিয়েছে নকিয়ার সিমিবিয়ান চালিত স্মার্টফোন। ২০১০ সালের তুলনায় ২০ শতাংশ পয়েন্ট হারিয়ে বাজারে নকিয়ার অংশ ১৬.৯ ভাগ।
Source
জুলাইথেকে সেপ্টেম্বর এই ৩ মাসে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বিক্রি হয়েছে ৬ কোটির বেশি যা মোট স্মার্টফোনের ৫২.৫ ভাগ। আগের ৩ মাসের তুলনায় এই বিক্রি ৫.৬ ভাগ বেড়েছে।
গার্টনারের তথ্য মতে, বাজারে অবস্থান সবচেয়ে বেশি হারিয়েছে নকিয়ার সিমিবিয়ান চালিত স্মার্টফোন। ২০১০ সালের তুলনায় ২০ শতাংশ পয়েন্ট হারিয়ে বাজারে নকিয়ার অংশ ১৬.৯ ভাগ।
Source
No comments:
Post a Comment