Wednesday, January 18, 2012

আসছে নতুন উইন্ডোজ ফাইল সিস্টেম

(FAT) আর এনটিএফএস (NTFS) ফাইল সিস্টেম নিয়ে যারা ক্লান্ত হয়ে পড়েছেন, যারা আরো বৈচিত্র্য পেতে আগ্রহী হয়ে উঠেছেন তাদের জন্য সুখবর! উইন্ডোজ ৮ সার্ভার সংস্করণটি আপনার সাথে রয়েছে।
স্টিভেন সিনোফস্কি তার সর্বশেষ বিল্ডিং উইন্ডোজ ৮ পোস্টে রেজিলিয়েন্ট ফাইল সিস্টেম বা রিএফএস (ReFS) কে সবার সাথে পরিচয় করে দিয়েছেন "আগামী প্রজন্মের ফাইল সিস্টেম" হিসেবে। ফাইল সিস্টেমটি তৈরি করা হয়েছে এনটিএফএসের উপর ভিত্তি করে।
এনটিএফএস এর এপিআই/সিমান্টিক্স ইঞ্জিন পুনঃ-ব্যবহার করায় রিএফএস এনটিএফএসের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্য রাখতে পারবে বলে আশা করা যাচ্ছে। বিদ্যমান সিমান্টিক্স ইঞ্জিনের অধীনে নতুন এই ফাইলের সিস্টেম ল্যাটেন্ট (সুপ্ত) ডিস্ক এরর থেকে সুরক্ষা, ড্যাটা করাপশনকে প্রতিহত, মেটাড্যাটা ইন্টেগ্রিটি সংরক্ষণ, বৃহৎ আকারের ভলিউম, ফাইল এবং ডিরেক্টরি তৈরি করা সম্ভব হবে। সংক্ষেপে, আরো ভালো স্টোরেজ সিস্টেম তৈরি করা। ব্যাপারটা বেশ জটিল, এ ব্যাপারে আরো জানতে আগ্রহী হলে এই লিঙ্কটি অনুসরণ করুন।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...