ট্যাবলেটপ্রেমীদের অনেকেই অপেক্ষায় আছেন কবে বাজারে আসবে উইনটেল
ভিত্তিক ট্যাবলেট পিসি। সন্দেহ নেই উইনটেল ভিত্তিক ট্যাবলেট বাজারে আসার
পূর্বেই বেশ আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। উইনটেল ভিত্তিক ট্যাবলেটে
উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম এবং ইন্টেল এর ক্লোভার ট্রায়াল-ডব্লিউ প্রসেসর
থাকবে। তবে সম্প্রতি ডিজিটাইমস-এ প্রকাশিত একটি আর্টিকেলে বলা হয়েছে যে
উইনটেল ভিত্তিক ট্যাবলেট পিসির দাম ৫৯৯ থেকে ৮৯৯ ডলার হবে যা বাজারেরর
সবচেয়ে জনপ্রিয় ট্যাবলেট আইপ্যাড ২ এর চেয়েও যথেষ্ট বেশি।
উইনটেল ট্যাবলেটের দাম বেশি হওয়ার কারন হচ্ছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম এবং ক্লোভার ট্রায়াল-ডব্লিউ প্রসেসর এর দাম কমানোর ক্ষেত্রে মাইক্রোসফট এবং ইন্টেলের অনীহা। মাইক্রোসফট এবং ইন্টেল তাদের বহুল আলোচিত আসন্ন দুটি পণ্যের দাম কমাতে চাচ্ছে না কারন এতে করে নোটবুক পিসির বাজারে তারা ক্ষতিগ্রস্থ হবে। বিশেষ করে প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক জনপ্রিয় পণ্য আলট্রাবুক এর বাজারে মাইক্রোসফট এবং ইন্টেল আশানুরূপ সাফল্য পাবে না যদি তারা ট্যাবলেটের বাজারে উইন্ডোজ ৮ ও ক্লোভার ট্রায়াল-ডব্লিউ এর দাম কমিয়ে দেয়- এমনটাই বিশ্বাস প্রতিষ্ঠান দুটির।
এখানে উল্লেখ্য যে মাইক্রোসফট এবং ইন্টেল আলট্রাবুক এর বাজারে সাফল্য পাওয়ার ব্যাপারে যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী। এ বছরের দ্বিতীয়ার্ধে উইনটেল ভিত্তিক আলট্রাবুক বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্রঃ ডিজিটাইমস
http://www.digitimes.com/news/a20120116PD209.html
উইনটেল ট্যাবলেটের দাম বেশি হওয়ার কারন হচ্ছে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম এবং ক্লোভার ট্রায়াল-ডব্লিউ প্রসেসর এর দাম কমানোর ক্ষেত্রে মাইক্রোসফট এবং ইন্টেলের অনীহা। মাইক্রোসফট এবং ইন্টেল তাদের বহুল আলোচিত আসন্ন দুটি পণ্যের দাম কমাতে চাচ্ছে না কারন এতে করে নোটবুক পিসির বাজারে তারা ক্ষতিগ্রস্থ হবে। বিশেষ করে প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক জনপ্রিয় পণ্য আলট্রাবুক এর বাজারে মাইক্রোসফট এবং ইন্টেল আশানুরূপ সাফল্য পাবে না যদি তারা ট্যাবলেটের বাজারে উইন্ডোজ ৮ ও ক্লোভার ট্রায়াল-ডব্লিউ এর দাম কমিয়ে দেয়- এমনটাই বিশ্বাস প্রতিষ্ঠান দুটির।
এখানে উল্লেখ্য যে মাইক্রোসফট এবং ইন্টেল আলট্রাবুক এর বাজারে সাফল্য পাওয়ার ব্যাপারে যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী। এ বছরের দ্বিতীয়ার্ধে উইনটেল ভিত্তিক আলট্রাবুক বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্রঃ ডিজিটাইমস
http://www.digitimes.com/news/a20120116PD209.html
No comments:
Post a Comment