Thursday, January 5, 2012

ফেসবুকের প্রতিদ্বন্দ্বী ফেকবুক!

জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক ‘ফেসবুক’কে ব্যঙ্গ করে ‘ফেকবুক’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালুর ঘোষণা দিয়েছে এলএলসি ইউরফ্যাভ। অ্যাপল আইফোনের জন্য তৈরি এ অ্যাপ্লিকেশনটি অল্প কয়েক দিনের মধ্যেই অ্যাপল ইন করপোরেশন অ্যাপ্লিকেশন স্টোর এবং আইটিউনের মাধ্যমে অথবা সরাসরি আইফোন বা আইপড টাচ থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
পিআর নিউজ ওয়্যার পরিবেশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ফেকবুক’ একটি নতুন এবং বিনোদনমূলক অ্যাপ্লিকেশন। এটি গ্রাহকদের দীর্ঘসময় ধরে হাসির খোরাক জোগাতে সক্ষম।
মূলত ফেসবুক বন্ধুদের সঙ্গে নতুন এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে মজা করা যাবে বলে ওই সংবাদ প্রতিবেদনে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফেকবুকের মাধ্যমে ব্যবহারকারীরা একটি নকল ফেসবুক স্ট্যাটাস অথবা ছবি দেখাবে এবং তারা এটা ভেবে বোকা হবে যে, এটা আসলে ফেসবুকে পোস্ট করা হয়েছে।
এ বিষয়ে টেলিকম ইউরোপ প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, ‘ফেকবুক’ নামের নতুন আইফোন আ্যপ্লিকেশনের পরীক্ষামূলক পর্যবেক্ষণ শেষে ইতিমধ্যে এটি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন ইউরফ্যাভ এলএলসির প্রতিষ্ঠাতা ব্র্যানডেন হ্যাম্পটন।
ফেকবুক ব্যবহারবান্ধব ও শতভাগ কার্যকর এবং ভক্তরা খুব দ্রুত এ অ্যাপ্লিকেশনটি পছন্দ করবেন উল্লেখ করে এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন ইউরফ্যাভ এলএলসির প্রতিষ্ঠাতা।
২৮ বছর বয়সি হ্যাম্পটন বলেন, “বুক শব্দটি যাতে অন্য প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে না পারে সে জন্য অতীতে ফেসবুক বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। তবে আমরা আশা করছি, তারা আমাদের এ প্রচেষ্টাকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখবে, প্রতিযোগী হিসেবে নয়।”
নতুন এ অ্যাপ্লিকেশনটি ফেসবুকের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই জানিয়ে তিনি আরও বলেন, “যেসব প্রতিষ্ঠান ফেসবুক ব্র্যান্ডটির প্রসার ঘটাচ্ছে সেসব প্রতিষ্ঠান নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের উদ্বিগ্ন হবার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। তাদের উচিত যেসব সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তাদের নিয়ে চিন্তা-ভাবনা করা।”
ফেকবুক নামে নতুন এ আ্যপ্লিকেশন তৈরির পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “একদিন আমার বান্ধবীর অদ্ভুত একটি ছবি ফেসবুকে আপলোড করার ভান করি এবং আপলোড করা কিম্ভূত ছবিটি দেখে সে চিৎকার করে ওঠে। তখন আমার মনে হলো, কিভাবে তার প্রতিক্রিয়াটির নকল করা যায়। আর সে চিন্তা বাস্তবে রূপ দিতেই অ্যাপ্লিকেশনটি তৈরির পরিকল্পনা করি।”
জানা গেছে, নতুন এ ফেকবুক অ্যাপ্লিকেশনটির মূল্য ধরা হয়েছে মাত্র দশমিক ২২ ডলার।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...