Monday, January 16, 2012

বাংলা উইকিপিডিয়া

পৃথিবীর প্রতিটি মানুষই মেধাবী, প্রত্যেকেই কোন না কোন বিষয়ে পারদর্শী হয়ে থাকেন। পৃথিবীর সকল মানুষের প্রচেষ্ঠায় এমন একটি জ্ঞান ভান্ডার তৈরী করা সম্ভব যেখানে প্রতিটি বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এই মূল মন্ত্রের উপর ভিত্তি করেই তৈরী করা হয়েছে উইকিপিডিয়া নামের বিশ্বকোষটি।
উইকিমিডিয়া ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান সার্বিকভাবে এই প্রকল্পটি তত্ত্বাবধায়নের কাজ করে থাকে। তবে এই বিশ্বকোষে নতুন তথ্য সংযোজন, সম্পাদনার মত সকল কাজ করে থাকেন উইকিপিডিয়া কমিউনিটির সদস্যরা এবং এই কাজসমূহের কোনটিতেই উইকিমিডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে কোন ধরনের হস্তক্ষেপ করা হয় না। গতকাল ১৫ জানুয়ারি ছিলো উইকিপিডিয়ার জন্মদিন। ২০০১ সালের ১৫ জানুয়ারি উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গারের হাত ধরে উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়।

বাংলা উইকিপিডিয়া
বাংলা উইকিপিডিয়া হলো বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ গড়ে তোলার এক মহাপ্রয়াস। বাংলাভাষায় এর আগেও বিশ্বকোষ তৈরী করা হয়েছে। সেখানে নিন্ধের সংখ্যা ছিল সীমিত এবং অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বিভিন্ন নিবন্ধকে উপেক্ষা করা হয়েছে। অপর দিকে বাংলা উইকিপিডিয়া তৈরীর কাজ করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ। শুধু বাংলাদেশ না দেশের বাইরে থেকেও অনেক ব্যবহারকারী বাংলাভাষার এই বিশ্বকোষ তৈরী করার কাজে অংশগ্রহন করছেন। বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে প্রায় ২২ হাজার ৮৯৬টি। সেই সাথে চলছে নতুন নতুন নিবন্ধ তৈরী করার কাজ এবং নিবন্ধের মান উন্নয়ন।

উইকিমিডিয়া বাংলাদেশ
উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক আনুষ্ঠানিক ভাবে অনুমোদন পেয়েছে উইকিমিডিয়া বাংলাদেশ। বাংলাদেশে অফিসিয়াল ভাবে উইকিপিডিয়া সম্প্রসারণে নানা কাজ করবে উইকিমিডিয়া বাংলাদেশ।

বাংলা উইকিপিডিয়ার যুক্ত হওয়ার উপায়
বাংলাদেশ, বাংলা ভাষা, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখতে এবং বিশ্বের সামনে তুলে ধরতে উইকিপিডিয়া বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে। দেশ বা দেশের বাইরে অবস্থান করছেন এমন যে কেউ উইকিপিডিয়ায় অবদান রাখতে পারেন, পৃথিবীর সবার সামনে তুলে ধরতে পারেন নিজের মাতৃভূমিকে। বাংলা উইকিপিডিয়া
বাংলা উইকিপিডিয়া ওয়েবসাইট থেকে নিবন্ধন করে নিজেই কাজ শুরু করে দিতে পারেন । তবে উইকিপিডিয়ার সাথে সম্পৃক্ত হতে হলেই যে নিয়মিত নতুন নতুন নিবন্ধ তৈরী করতে হবে এমন নয়। নিবন্ধ তৈরী করা ছাড়াও আরও বিভিন্ন ভাবে উইকিপিডিয়ার কার্যক্রমের সাথে যুক্ত থাকা যায়। আমাদের নিজেদের প্রয়োজনেই বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার প্রয়োজন। তথ্যপ্রযুক্তির সুবিধাকে সমস্ত স্তরের মানুষদের কাছে পৌঁছে দেয়ার অন্যতম একটি সহজ উপায় হচ্ছে কম্পিউটারে মাতৃভাষা ব্যবহার বাড়ানো। গ্রামে গ্রামে শুধু কম্পিউটার আর ইন্টারনেট পৌঁছে দিলেই হবে না। ইন্টারনেটে যদি বাংলা ভাষায় পড়ার মত উপযুক্ত বিষয় না থাকে তাহলে কখনই আমাদের তথ্যপ্রযুক্তিকে সর্বস্তরে পৌছে দেওয়ার স্বপ্ন সফল হবে না। তাই বাংলার সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে হবে জগতের সব তথ্য তাও বাংলা ভাষায়। আমাদেরই মাতৃভাষায় - বাংলা ভাষায় ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, দর্শনশাস্ত্র, ভাষাবিজ্ঞান, গণিত, প্রভৃতি বিষয়ের সঙ্কলন হল বিশ্বকোষ। অর্থাৎ বিশ্বকোষ এমন একটি জিনিস যাতে সমস্ত কিছুর উপরেই তথ্য পাওয়া যেতে পারে । কিন্তু বাংলায় লেখা আধুনিক এবং সম্পূর্ণ বিশ্বকোষের অভাব রয়েছে । আর তার দামও অনেক বেশি । অধিকাংশ মানুষের পক্ষেই তা কেনা সম্ভব নয়। বিকল্প হিসাবে বাংলা বিশ্বকোষের বদলে পড়া যেতে পারে ইংরাজি বিশ্বকোষ যেমন এনকার্টা বা ব্রিটানিকা। বাংলা উইকিপিডিয়াতে লিখতে গেলে কোন বিশেষজ্ঞ হবার প্রয়োজন নেই । শিক্ষাগত যোগ্যতা বা বয়েস কোনটাই বিচারযোগ্য নয় । শুধু ইচ্ছেটাই এখানে বড় কথা । কেউ যদি সমস্ত কাজের মধ্যেও যদি রোজ মাত্র একলাইন করেও বাংলা উইকিপিডিয়ায় লেখেন তাহলেও বছরে ৩৬৫ লাইন লেখা হয় । আর অনেকে যদি অল্প অল্প করেও লেখেন তাহলেও এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় তৈরী করা যেতে পারে এক বিরাট বাংলা বিশ্বকোষের । নতুন নিবন্ধ তৈরী করা ছাড়াও বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদান রাখতে পারেন। ইংরজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বা বানান এবং ব্যকরনগত সমস্যা দূর করে । শুরু করার সাথে সাথেই সবকিছু একবারে জেনে যাওয়া যাবে এমন নয়। কাজ করা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়েই পারে। অভিজ্ঞ ব্যবহারকারীগন সবসময়ই নতুন ব্যবহারকারীদের সাহায্য করে থাকেন। বাংলা উইকিপিডিয়ানদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য যুক্ত হবে পারেন উইকিমিডিয়া বাংলাদেশের মেইলিং লিস্ট এবং উইকিমিডিয়া বাংলাদেশের মেইলিং লিস্ট এ। এছাড়া বাংলা উইকিপিডিয়া কমিউনিটির খবরাখবর মিয়মিত পেতে যুক্ত হতে পারেন উইকিমিডিয়া বাংলাদেশের ফেসবুক পেজ সেই সাথে টুইটারে অনুসরণ করতে হবে দেখতে হবে উইকিমিডিয়া বাংলাদেশের টুইটার পেজ ঠিকানায়।

উইকিপিডিয়ার নানা তথ্য
বাংলা উইকিপিডিয়া ২০০৪ সালে যাত্রা শুরু করে। ২০০৬ সালের ২৫ মার্চ বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) পক্ষ থেকে বাংলা উইকি নামে একটি ইন্টারনেট দল গঠন করা হয় যার প্রকাশ ছিল একটি ইমেইল লিস্ট এবং সেই মাস থেকে শুরু হয় নানা মাধ্যমে প্রচারণা। এ আহবানে সাড়া দিয়ে পৃথিবীর হাজারখানেকের বেশি উইকিবন্ধু। এর ফলে মাত্র কয়েকমাসের মধ্যে বাংলা উইকিপিডিয়ার ভুক্তি সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। বাংলা উইকিপিডিয়া সম্পর্কে ২০০৬ সাল থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় সেমিনার, সিম্পোজিয়াম, আড্ডার আয়োজন করি। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি তাদের আবদুল্লাহ আলমুতী- জহুরুল হক স্মারক বক্তৃতার বিষয় হিসাবে জনগণের জন্য জনগণের তথ্যভান্ডার হিসাবে উইকিপিডিয়াকে বেছে নেয়। ইংরেজির পাশাপাশি ২৬০ টি ভাষায় উইকিপিডিয়া রয়েছে। যা মধ্যে আমাদের প্রিয় ভাষা বাংলা একটি। উইকিপিডিয়ার তথ্যগুলো সবেচেয়ে নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত কারন এর সব তথ্যই প্রমান যুক্ত এবং প্রতিটি লেখার সাথে রয়েছে রেফারেন্স। উইকিপিডিয়া নিয়ে যে কেউ কাজ করতে পারেন আর নিজেই লিখতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে। তবে তা হতে হবে অবশ্যই প্রমানযুক্ত। কারন বর্তমানে বিভিন্ন ধরনের তথ্যের জন্য জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগুলে সার্চ দিলে প্রথম সারির দিকে যে কয়েকটি লিংক আসে তার মধ্যে উইকিপিডিয়া অন্যতাম।
উইকিপিডিয়া হচ্ছে মুক্ত বিশ্বকোষ। যেকোন তথ্য বিনামূল্যে পাওয়া যাবে বাংলা উইকিপিডিয়া থেকে এবং তা সহজে নিজস্ব বিভিন্ন কাজের জন্য রেফারেন্স হিসেবে ব্যবহারও করা যাবে। জনমানুষের বিশ্বকোষ উইকিপিডিয়াতে ছবি যোগ করা খুব সহজ, আর বাংলা উইকিপিডিয়ার কর্মীরা পুরো প্রক্রিয়াটাকে আরো সহজ করে দিয়েছে। আপনার তোলা যেকোন ছবি দিতে পারেন। ছবি পাঠাতে হলে আপনার নিজের তোলা ছবি পাঠিয়ে দিন wikiphotos@bdosn.org ই-মেইল ঠিকানায়। ইমেইলের মধ্যে I release the photos under GNU Free Documentation License এই বাক্যটি দিয়ে দিবেন, আর ছবিগুলোর সংক্ষিপ্ত এক দুই বাক্যের বর্ণনা দিয়ে দিবেন। বাকিটা বাংলা উইকিপিডিয়ার কর্মীরা করে দিতে পারবে। প্রতিটি ছবির বর্ণনা পাতায় ফটোগ্রাফার হিসাবে আপনার নাম/ক্রেডিট সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হবে। দেশকে ভালোবাসা আমাদের সবার কর্তব্য। তাই আসুন আমরা বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করি।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...