
প্রকাশিত তথ্য থেকে আরো জানা গেছে, যুক্তরাষ্ট্রের তিনভাগের দুইভাগ বাড়িতেই ওয়াই-ফাই নেটওয়ার্ক ইনস্টল করা আছে। দেশটিতে সর্বমোট ৬১ শতাংশ বাসায় তারহীন এই নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।
ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ব্রডব্যান্ড বা অন্য ইন্টারনেট সংযোগকে তারহীনভাবে ল্যাপটপ, স্মার্টফোন অথবা ট্যাবলেট ডিভাইসে পৌঁছে দেয়া যায় যার ফলে ইন্টারনেট ব্যবহারের জন্য মোবাইল ফোনের অপারেটরকে আলাদা কোনো ফি দিতে হয় না।
ওয়াই-ফাই থাকা বাড়ির এই গড় স্পেনে ৫৭.১ শতাংশ, মেক্সিকোতে ৩১.৫ শতাংশ, ভারতে ২.৫ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ৮০.৩ শতাংশ, যুক্তরাজ্যে ৭৩.৩ শতাংশ এবং কানাডায় ৬৭.৮ শতাংশ বলে জানিয়েছে স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স।
No comments:
Post a Comment