Thursday, April 12, 2012

ইনস্টাগ্রাম এবং তার প্রতিষ্ঠাতা: মাত্র ১৮ মাসে ৪০০ মিলিয়ন ডলারের মালিক

১ বিলিয়ন ডলারের বিনিময়ে ইনস্টাগ্রামকে কিনে নিয়েছে ফেসবুক, এ খবর তো এখন পুরনো হয়ে গিয়েছে। শুরু করার মাত্র ১৮ মাসের মাথায় বিলিয়ন ডলারের প্রতিষ্ঠানে পরিণত হওয়া ইনস্টাগ্রাম এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সেই সাথে এর প্রতিষ্ঠাতা কেভিন সিসট্রোম। সবার একটাই প্রশ্ন, কিভাবে ২৮ বছর বয়সী যুবক মাত্র ১৮ মাসে ৪০০ মিলিয়ন ডলার আয় করতে পারে?
উত্তরটা খুবই সহজ। সঠিক আইডিয়া এবং সঠিক সময়। যখন মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য স্মার্টফোনের বাজার মুখিয়ে রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়েই আলোচনায় উঠে এসেছেন কেভিন সিসট্রোম।

কেভিন সিসট্রোম এবং মাইক ক্রিগার, ইনস্টাগ্রামের দুই প্রতিষ্ঠাতা
সিসট্রোম বড় হয়েছেন যুক্তরাষ্ট্রের বোস্টনে। তার ছোটবেলা কেটেছে কম্পিউটারের সাথে খেলতে খেলতে। তাই কম্পিউটার গেম ডেভেলপ করা এবং ছবি তোলা তার নেশা। স্ট্যানফোর্ডের এই ছাত্র এখনও শখের বশে প্রচুর ছবি তোলেন। ২০০৬ সালে স্ট্যানফোর্ড থেকে পাশ করে তিনি প্রথমে গুগলে চাকরি নেন। মূলত গুগলে তিনি বাজারজাতকরণের কাজ করতেন, পরবর্তীতে প্রোডাক্ট ডিজাইনের সাথে যুক্ত হন।
তার তৈরি ফটোশেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রামের পৃথিবীজুড়ে রয়েছে ৩০ মিলিয়ন ব্যবহারকারী। আর তাই ইনস্টাগ্রাম কেনার জন্য ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ নিজেই দরকষাকষি করেন সিসট্রোমের সাথে। আগামী মাসে ইনস্টাগ্রামের শেয়ার বাজারে ছাড়ার কথা রয়েছে।
ফেসবুক কিনে নিলেও ১৩ জন কর্মীর প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম স্বাধীন ভাবে কাজ করতে পারে বলে জানিয়েছেন মার্ক জুকারবার্গ।
ইনস্টাগ্রামের ৪০% শেয়ারের মালিক সিসট্রোম এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে গত বছর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি সামাজিক জীবনকে আরও আনন্দময় করে তুলতে সামাজিক টুলসের ব্যবহার নিয়ে কাজ করবেন। তার মতে, ‘আমরা মানুষের সামাজিক জীবনকে পরিবর্তন করতে চাই এবং ওয়েব জগত এবং বাস্তব জগতের মধ্যে সমন্বয় সাধন করতে চাই’।
ফেসবুক ইনস্টাগ্রাম কিনে নেয়ায় অনেক বিশ্লেষক বলছেন ইনস্টাগ্রামকে প্রতিদ্বন্দ্বী ভেবেই প্রতিষ্ঠানটি বিপুল অর্থের পরিমাণে কিনে নিয়েছেন জুকারবার্গ। তবে এই প্রতিদ্বন্দ্বিতা টিকিয়ে রাখতে হলে ইনস্টাগ্রামকে আরও কাজ করতে হবে। বিশেষ করে আরও বেশি পরিমাণ ব্যবহারকারী যেন অ্যাপ্লিকেশনটি ছবি শেয়ারের কাজে ব্যবহার করে সেদিকে নজর দিতে হবে। আর তাহলেই স্মার্টফোনের জন্য আরও বেশি বিজ্ঞাপন পাবে প্রতিষ্ঠানটি।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...