Monday, April 9, 2012

ভালোবাসার মানুষকে কাছে রাখতে আইফোন অ্যাপ



altওলেগ কস্টুর নামের প্রোগ্রামার ভদ্রলোক কানাডা থেকে যুক্তরাষ্ট্রের মাউন্টেইন ভিউতে গিয়েছিলেন একটি থ্রি-ডি সফটওয়্যার তৈরির কাজে। কিন্তু তার বদলে কানাডায় থাকা ভালোবাসার মানুষটিকে সবময় কাছে রাখতে তিনি তৈরি করে বসেছেন নতুন এক অ্যাপ্লিকেশন, পেয়ার। খবর ম্যাশএবল-এর।

পেয়ার, বাংলায় যার অর্থ যুগল বা জুড়ি, এই সপ্তাহেই অ্যাপলের অ্যাপ স্টোরে মুক্তি পেয়েছে। এটি মূলত বিশ্বের সবচেয়ে ছোট সোশাল নেটওয়ার্কিং হিসেবে বলা যেতে পারে। কেননা, এতে ছবি, ভিডিও, লোকেশন, মেসেজ ইত্যাদি শেয়ার করা যাবে কেবল একজনের সঙ্গেই। সোজা ভাষায় বললে, যার সঙ্গে জুড়ি বাঁধা হবে, তার সঙ্গে ব্যবহারকারীর একটি প্রাইভেট টাইমলাইন তৈরি করবে পেয়ার যার মাধ্যমে সারাক্ষণই কাছে থাকা যাবে।

কস্টুর জানিয়েছেন, দূরবর্তী সম্পর্কগুলোর ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন বেশ কাজে দেবে। এতে করে দূরে থাকলেও বিচ্ছিন্ন থাকা লাগবে না। মোবাইল ডিভাইসের মাধ্যমেই একে অপরকে কাছে অনুভব করা যাবে।

ম্যাশএবল জানিয়েছে, পেয়ার অ্যাপ্লিকেশনে রয়েছে ‘থাম্ব কিস’ নামের একটি বিশেষ সুবিধা। এর মাধ্যমে দুই পক্ষই যখন স্ক্রিনের বিশেষ একটি জায়গায় স্পর্শ করবেন, তখন মোবাইল সেটটি ভাইব্রেট করবে। এছাড়াও একসঙ্গে ছবি আকা, টু-ডু লিস্ট তৈরি করা ইত্যাদি বিভিন্ন সুবিধা রয়েছে নতুন এই অ্যাপ্লিকেশনে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...