সাম্প্রতিক এক জরিপে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রতি দশ জন ব্যবহারকারীর মধ্যে একজন অ্যাপলের আই ফোন ব্যবহার করেন। কমস্কোর নামের একটি গবেষণা প্রতিষ্ঠান এই জরিপকার্য পরিচালনা করে।
তিনমাস ব্যাপী এই জরিপটি গত অক্টোবর মাসে শেষ হয়। যুক্তরাষ্ট্রে এখন
অ্যাপল হচ্ছে ৪ নম্বর শীর্ষ হ্যান্ড সেট নির্মাতা প্রতিষ্ঠান। গত তিন মাসে
অ্যাপলের গ্রাহক সংখ্যা ৯.৫% থেকে বৃদ্ধি পেয়ে ১০.৮% হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা পাঁচ হ্যান্ড সেট নির্মাতার মধ্যে গত তিন মাসের মধ্যে একমাত্র অ্যাপলের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। স্যামসাং এখনো শীর্ষ হ্যান্ড সেট নির্মাতা হিসেবে তার অবস্থান ধরে রেখেছে, যুক্তরাষ্ট্রের ২৫.৫% ব্যবহারকারী স্যামসাং ব্যবহার করেন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে এলজি এবং তৃতীয় অবস্থানে মটোরোলা। যার মধ্যে এলজি’র গ্রাহক ২০.৬% এবং মটোরোলার গ্রাহক ১৩.৬%। ব্ল্যাকবেরি হ্যান্ড সেটের নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন বা রিম রয়েছে পাঁচ নম্বরে। ৬.৬% ব্যবহারকারী ব্ল্যাকবেরি ব্যবহার করেন।
শীর্ষ পাঁচ নির্মাতার মধ্যে গত তিন মাসে অ্যাপল বাদে সবার শেয়ারের মূল্য হয় অপরিবর্তিত রয়েছে নয়তো কমে গিয়েছে। অ্যাপলের শেয়ারের মূল্য বৃদ্ধিতে অন্যতম অবদান রেখেছে তাদের নতুন হ্যান্ড সেট ‘আই ফোন ফোর এস’। গত ১৪ অক্টোবর নতুন মডেলের এই হ্যান্ড সেটটি বাজারে আসে।
কমস্কোর চালিত এই জরিপে যুক্তরাষ্ট্রের ৩০ হাজারের বেশি মোবাইল ব্যবহারকারী অংশ নেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেরা পাঁচ হ্যান্ড সেট নির্মাতার মধ্যে গত তিন মাসের মধ্যে একমাত্র অ্যাপলের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। স্যামসাং এখনো শীর্ষ হ্যান্ড সেট নির্মাতা হিসেবে তার অবস্থান ধরে রেখেছে, যুক্তরাষ্ট্রের ২৫.৫% ব্যবহারকারী স্যামসাং ব্যবহার করেন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে এলজি এবং তৃতীয় অবস্থানে মটোরোলা। যার মধ্যে এলজি’র গ্রাহক ২০.৬% এবং মটোরোলার গ্রাহক ১৩.৬%। ব্ল্যাকবেরি হ্যান্ড সেটের নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন বা রিম রয়েছে পাঁচ নম্বরে। ৬.৬% ব্যবহারকারী ব্ল্যাকবেরি ব্যবহার করেন।
শীর্ষ পাঁচ নির্মাতার মধ্যে গত তিন মাসে অ্যাপল বাদে সবার শেয়ারের মূল্য হয় অপরিবর্তিত রয়েছে নয়তো কমে গিয়েছে। অ্যাপলের শেয়ারের মূল্য বৃদ্ধিতে অন্যতম অবদান রেখেছে তাদের নতুন হ্যান্ড সেট ‘আই ফোন ফোর এস’। গত ১৪ অক্টোবর নতুন মডেলের এই হ্যান্ড সেটটি বাজারে আসে।
কমস্কোর চালিত এই জরিপে যুক্তরাষ্ট্রের ৩০ হাজারের বেশি মোবাইল ব্যবহারকারী অংশ নেন।
No comments:
Post a Comment