Monday, April 9, 2012

Home আই ও এস ৫.১ ব্যবহার করে দ্রুত প্রবেশ করুন আইফোন ক্যামেরায়!

অ্যাপলের পণ্য মানেই নতুন কিছু, একটু বাড়তি সুবিধা। তার ব্যাতিক্রম নয় আইওএস ফাইভ। এর একটি চমৎকার ফিচার হল আইফোনের লক করে রাখা স্ক্রিন থেকে দ্রুত ক্যামেরায় প্রবেশ করতে পারবেন।
আপনি হোম বাটনে ডাবল ক্লিক করলে ক্যামেরা আইকন ওপেন হবে। এবং লেখা থাকবে “slide to unlock”, ফলে আপনি সরাসরি ক্যামেরা ব্যবহার করতে পারবেন। এই পদ্ধতি সাধারণের চেয়ে অনেক দ্রুততর পদ্ধতি।
সাধারণভাবে আপনার ডিভাইসকে ‘আনলক’ করে তারপর নেভিগেইট করতে হয় ক্যামেরা অ্যাপে; তারপর সেখান থেকে ক্যামেরা অপশন বের করে ছবি তুলতে হয়। এই পদ্ধতির চেয়ে আইওএস ফাইভের পদ্ধতি অনেক সহজ। শুধু হোমে ডাবল ক্লিক এবং তারপর স্লাইড করলেই আপনি ব্যবহার করতে পারবেন ক্যামেরা।
দ্রুত ক্যামেরা ওপেন করার জন্য হোম বাটনে একবার চাপুন অথবা চাপুন ‘sleep/wake’ বাটন। তাহলে আপনি লক স্ক্রিন পাবেন। এখানে ক্যামেরা আইকন দেখতে পাবেন, কিন্তু যদি সেটা আপনি চাপেন তাহলে ক্যামেরা ওপেন হবে না বরং লক স্ক্রিন লাফিয়ে উঠবে। তাই আইকনে স্পর্শ(tap) না করে আপনি একে টেনে(drag) স্ক্রিনের উপরের দিকে নিয়ে আসুন। তাহলে আপনার ক্যামেরা ছবি তোলার জন্য তৈরি হবে। ছবি তোলা শেষে আপনি লক স্ক্রিনকে নিচের দিকে স্লাইড করে অথবা ‘sleep/wake’ বাটনটি চেপে আপনার ডিভাইসটি লক করে রাখতে পারবেন।

Source

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...