Friday, April 6, 2012

আবহাওয়া অধিদপ্তরের কাজটা কি?

আবহাওয়া অধিদপ্তরের কাজটা কি?
গতকালের প্রধান প্রধান দৈনিক এমনকি ইলেকট্রনিক মিডিয়াগুলো আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জানায় যে সারা দেশে তীব্র গরম অব্যাহত থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।কোথাও বৃষ্টিপাত এর কোনওওওওওও সম্ভাবনা নেই। আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি পরছে যেটা এখনও চলছে। এই বলদ ডিপার্টমেন্টটারে জনগণের পয়সার শ্রাদ্ধ করে মাথা মোটা গোবর গণেশগুলারে লালন পালন করে তাদের ভূড়ি ফোলানোর মহাজজ্ঞ করাবার মানেটা কি?কোথায় যেন শূনেছিলাম সবচে আরামের চাকরি আবহাওয়া অধিদপ্তরে চাকরি করা।কথাটা বোধহয় ঠিক। সরকারের সব মন্ত্রাণালয় গুলো জনগণ থেকে বিচ্ছিন্ন বরং এটা বলাই বোধহয় ঠিক হবে জনগণকে হেনস্তা করবার জন্যই মন্ত্রানালয়গুলো বসে আছে যেখানে দূর্নিতীবাজ ঘুষখোর আর স্বজনপ্রিতীর মাধ্যমে নেওয়া কর্মকর্তারা তা পরিচালিত করেন।আবহাওয়া অধিদপ্তর এর ব্যতিক্রম কিছু না।অথচ এই ডিপার্টমেন্টের কাজ অনেক গুরুত্বপূর্ন ।ঝড় জলোচ্ছাস সহ যে কোন প্রাকৃতিক দূর্যোগের পূর্বাভাস করে জনগণের জানমালের নিরাপত্তা বিধান।

Source

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...