সামাজিক যোগাযোগের সাইট! ব্যবহার করছেন তো সবাই নিয়মিত? না করলে সমস্যা
নেই, অনেকেই করেনা! যাই হোক, তাই বলে তো, গুগল আর চুপ করে বসে থাকতে পারে
না। তারা এই সাইটটি জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে নিরলসভাবেই প্রচেষ্টা চালিয়ে
যাচ্ছে। আর তারই ফলাফল হিসাবে গুগল প্লাসে এসেছে নতুন রূপ। অবশ্য এই রূপের
অনেকটাই এসেছে ফেসবুক এবং টুইটারের নানা বৈশিষ্ট্য নকল করার মধ্যে দিয়ে।
গুগল প্লাসে এলো ফেসবুকের মত কভার পিকচার, গুগল প্লাসে সর্বোচ্চ আলোচিত বিষয়গুলোর সূচি যা নেয়া হয়েছে টুইটারের কাছ থেকে এবং আরো ডাইনামিক ন্যাভিগেশন মেন্যু।
প্রতিষ্ঠানটির মতে, গুগল প্লাসের ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ১৭০ মিলিয়নের বেশি। তবে বিশেষজ্ঞরা এ ব্যাপারে দ্বিমত প্রকাশ করে জানিয়েছেন সামাজিক যোগাযোগের এই সাইটটির নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা অনেক কম।
গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিক গুনদর্তা তার ব্লগের লিখেছেন, "এত কেবল শুরু, এখনো অনেক কিছু করা বাকি রয়েছে, গুগলের প্রতিটি অংশে এক অনন্য সামাজিক অভিজ্ঞতা দেবার যে প্রচেষ্টা আমরা করছি সে ব্যাপারে আমরা আগের চাইতে অধীর।"
নতুন বৈশিষ্ট্যের সাহায্য নিয়ে ব্যবহারকারীরা উপভোগ করবে পূর্ণ আকার ও মানের ভিডিও এবং ছবি। সহজে থ্রেডেড আলাপচারিতা চালিয়ে যাবার জন্য গুগলের ই-মেইল পরিসেবার জি-মেইলের মত রয়েছে "কনভারসেশন কার্ড"।
Source
গুগল প্লাসে এলো ফেসবুকের মত কভার পিকচার, গুগল প্লাসে সর্বোচ্চ আলোচিত বিষয়গুলোর সূচি যা নেয়া হয়েছে টুইটারের কাছ থেকে এবং আরো ডাইনামিক ন্যাভিগেশন মেন্যু।
প্রতিষ্ঠানটির মতে, গুগল প্লাসের ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ১৭০ মিলিয়নের বেশি। তবে বিশেষজ্ঞরা এ ব্যাপারে দ্বিমত প্রকাশ করে জানিয়েছেন সামাজিক যোগাযোগের এই সাইটটির নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা অনেক কম।
গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিক গুনদর্তা তার ব্লগের লিখেছেন, "এত কেবল শুরু, এখনো অনেক কিছু করা বাকি রয়েছে, গুগলের প্রতিটি অংশে এক অনন্য সামাজিক অভিজ্ঞতা দেবার যে প্রচেষ্টা আমরা করছি সে ব্যাপারে আমরা আগের চাইতে অধীর।"
নতুন বৈশিষ্ট্যের সাহায্য নিয়ে ব্যবহারকারীরা উপভোগ করবে পূর্ণ আকার ও মানের ভিডিও এবং ছবি। সহজে থ্রেডেড আলাপচারিতা চালিয়ে যাবার জন্য গুগলের ই-মেইল পরিসেবার জি-মেইলের মত রয়েছে "কনভারসেশন কার্ড"।
Source
No comments:
Post a Comment