Mac OS আমাদের দেশে এখনো তেমন জনপ্রিয় হয়ে উঠেনি। কারন Apple এর পিসি গুলোর দাম এখনো আমাদের দেশের সাধারন মানুষের ক্রয়ক্ষমতার রাইরে। কিন্তু উন্নত বিশ্বের দেশগুলোতে Mac OS X বেশ জনপ্রিয়। আমারা যারা কর্পোরেট অফিসগুলোতে আইটি সাপোর্টে কাজ করি তাদের মাঝে মধ্যে বেশ ঝামেলায় পড়তে হয়। কারন মাঝে মাঝে বাইরের দেশ থেকে কিছু ভিজিটর আসেন যাদের ল্যাপটপে থাকে Mac OS X। তাদেরকে আমাদের নেটওয়ার্ক ব্যবহার করতে দিতে হয় ইন্টারনেট ব্রাউজ এবং ইমেইল চেক করার জন্য।
তাই Mac OS X এর কমন কিছু সেটিংস জানা থাকলে খুব কাজে আসে। আসুন দেখি Mac OS X এ IP কিভাবে সেট করতে হয়।
১. Apple মেন্যুতে গিয়ে System Preferences এ ক্লিক করুন।
২. Internet and Network এর অধীনে Network এ ক্লিক করুন।
৩. Show তে Built-in Ethernet সিলেক্ট করুন।
৪. TCP/IP ট্যাবে Configure IPv4 এ Manually সিলেক্ট করুন।
৫. IP Address, Subnet Mask, Router (Gateway), DNS Servers এর এড্রেস বসান।
৬. Apply Now বাটন ক্লিক করুন।
৭. System Preferences কুইট করে দিন।
ব্যাস, পিসিটা আপনাদের নেটওয়ার্কে কানেক্টেড হয়ে যাবে।
No comments:
Post a Comment