Tuesday, April 3, 2012

ম্যাক পিসিতে একসাথে ব্যবহার করুন MAC OSX এবং Windows


সাধারণত মেকিনটোস কম্পিউটার এর মধ্যে MAC OSX (মানে মেকিনটোস এর অপারেটিং) ব্যবহার করা হয়। এখন আপনি চাইলে আপনার মেকিনটোস কম্পিউটার এ  Windows Install করতে ও ব্যবহার করতে পারেন। এবং MAC OSX এবং Windows পাশাপাশি দুটো অপারেটিং ব্যবহার করতে পারেন। তা হলে আর দেরী কেন।


যা যা লাগবে:
MAC OSX 10.6.0 অথবা তার পরের যে কোন Version এবং  Windows এর Installation Disk, MAC OSX এর ডিস্ক যা কিনা ম্যাক কেনার সময় বান্ডেল হিসাবে আসে। এবং Windows Disk যা হতে হবে Bootable(WinXPS2,Vista,Win7)।

সাবধানতা: আপনার MAC OSX এর প্রয়োজনীয় ডাটা (কাজের)ফাইল গুলো CD/DVD or Flash এ কপি করে Backup রাখুন।

যা করতেহবে তা হলো নিন্মরুপ:
প্রথমে MAC ওপেন করুন, তারপর উপরে মেনুবার থেকে GO মেনুতে  ক্লিক, তারপর Utilities এ ক্লিক, তারপর Boot Camp Assistant এর ক্লিক,তারপর Continue তে ক্লিক, তারপর Create a partition for windows ডায়ালগ বক্স আসবে। এবং নীচে লিখা থাকবে Macintosh HD will be Partitioned as এলিখাটির নীচে Partition বক্স দেখাবে এবং নীচে লিখা থাকবে Divide Equally এবং অন্যটিতে থাকবে Use 32 GB (আপনি যদি চান যে MAC OSX এবং Windows এর জন্য সমান সমান সাইজের Partition করবেন,তখন Divide Equally তে ক্লিক করুন। আর যদি Use 32 GB তে ক্লিক করেন তা হলে Windows এর জন্য ৩২ জিবি সাইজের partition তৈরী হবে। আপনার ইচ্ছে মতো partition করার জন্য মাঝখানের partition বক্সের মধ্যে ক্লিক করে ডানে বাঁয়ে টেনে Windows এর জন্য partition তৈরী করতে পারেন। এখন আপনি যে কোন একটি উপায়ে Partition এর জন্য সাইজ সিলেক্ট করে নীচে Partition এ ক্লিক করুন। তার পর কিছুক্ষন অপেক্ষা করুন, Partition তৈরী হবে এবং ডায়ালগ বক্স আসবে, ‌এবার Windows এর ডিক্স প্রবেশ করান এবং Start installation এ ক্লিক করুন। Mac Restart হবে এবং (২বার Restart হবে) এবং Windows  install শুরু হবে। Partition option  আসার পর Boot Camp(Fat32) Partition সিলেক্ট করে এন্টার চাপুন, তারপর NTFS File System সিলেক্ট করে এন্টার চাপুন, তারপর F চাপুন,করুন { NTFS File System Quick Format)ও করতে পারেন}।(এ অংশটুকু একটু সাবধানে করতে হবে কারন আপনার সামান্য ভুলে  ম্যাকের অতি প্রয়োজনীয় ডাটা এবং partition ডিলিট হয়ে যেতে পারে, সে জন্য শুধু Boot Camp (Fat 32) লিখা partition ই ফরম্যাট করবেন) তার পর সাধারনভাবে Windows যে ভাবে install হয় সে ভাবে install  করুন। Windows install হওয়ার পর Windows এর ডিস্ক বের করুন, এবং আপনার Macintosh Computer এর সাথে পাওয়া MAC OSX এর Disk টি প্রবেশ করান , এবং Auto Run হওয়ার জন্য অপেক্ষা করুন। Auto Run হয়ে Boot Camp (Welcome to the Boot camp installer) চালু হবে এবার Next ক্লিক তারপর I accept the terms in the license agreement সিলেক্ট করে Next তারপর Install ক্লিক করে অপেক্ষা করুন।(আপনার সবগুলো ড্রাইভার install হবে এবং MAC OSX এবং Windows এর মধ্যে সুইচ করার জন্য Boot Camp install হবে)। Install শেষে Finish ক্লিক করুন Restart  চাইবে Yes ক্লিক করুন, Restart হবে। এবং ওপেন হওয়ার পর Boot Camp Help আসবে এবং ‍আপনি প্রয়োজন মনে করলে পড়ে নিতে পারেন। এবার MAC OSX এর Disk টি বের করুন। আপনার কাজ শেষ। এবার আপনার Windows এর জন্য প্রয়োজনীয় সব Application Install করুন।

এবার আসি কি ভাবে Windows থেকে বের হবো বা Windows বন্ধ করে MAC OSX চালু করবো। আপনার Windows এর ডানে নীচে Taskbar এ Boot Camp নামে একটি আইকন যোগ হয়েছে,যার মাধ্যমে আপনি Windows এবং MAC OSX এর Switch করতে পারবেন। Task bar এর bootCamp আইকনে ক্লিক করে Restart in MAC OSX এ ক্লিক করুন yes এ ক্লিককরুন Restart হবে এবং MAC OSX চালু হবে।

এবার আসি কি ভাবে MAC OSX থেকে বের হবো বা MAC OSX বন্ধ করেWindows চালু করবো। MAC OSX এর Taskbar থেকে System preferences ক্লিক, Startup Disk ক্লিক, এবং Windows on Boot Camp সিলেক্ট করে Restart ক্লিক, আবার Restart ক্লিক Restart হবে এবং Windows ওপেন হবে।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...