Tuesday, April 3, 2012

ক্লোন পিসিতে ইনস্টল করুন Mac OS X


যদিও Mac OS X কে বানানো হয়েছে শুধুমাত্র Apple এর Mac এ ব্যবহারের জন্য কিন্তু আপনি চাইলে ক্লোন পিসিতে ও OS X ইনস্টল করতে পারেন। তবে যে কোন পিসিতেই ইনস্টল হবে তা কিন্তু নয়। যেহেতু Apple তাদের ম্যাক এ ইন্টেলের প্রসেসর এবং চিপসেট ব্যবহার করে তাই আপনাকে ও ম্যাক এর ব্যবহার করা কনফিগারেশনের একসেসোরিজ ব্যবহার করে পিসি তৈরী করতে হবে। তবেই আপনার ক্লোন পিসিতে OS X চালাতে পারবেন।
আপনি কোন কোন একসেসরিজ নির্বাচন করবেন তার জন্য নিচের লিংকগুলোর সাহায্য নিতে পারেন-

OSx86 Project

InsanelyMac OSx86 Hardware Database

DSDT Database

Kakewalk Compatible Motherboards

Kexts.com

Mac OS X Netbook Compatibility Chart

আপনার ম্যাক কম্প্যাটিবল ক্লোন পিসি তৈরী হওয়ার পর। আপনাকে Mac OS X Snow Leopard Retail এর ডিভিডি যোগার করতে হবে। অরিজিনাল ডিভিডির দাম পরবে ২৯ ডলার। আর অনলাইনে টাকা পে করার ব্যবস্থা না থাকলে আপনার নিকটস্থ সিডির দোকানে একটু ঢুঁ মেরে দেখতে পারেন। একেবারে শেষ পদ্ধতি হল গুগলে Mac OS X Snow Leopard Retail DVD download লিখে সার্চ দিন :)।

তবে Mac OS X এর ডিভিডি আপনি সরাসরি সেটাপ চালাতে পারবেন না। এজন্য আপনাকে অন্য একটি বুটেবল সিডির সহযোগিতা নিতে হবে। এই রকম দুটি বুটেবল সিডি হল iBoot এবং Empire EFI। এর মধ্যে iBoot সহজ তাই এটি দিয়ে প্রথমে চেষ্টা করতে পারেন। ডাউনলোড করুন নিচের লিংক থেকে-
iBoot

Empire EFI

এগুলো ডিস্ক ইমেজ ফাইল। তাই সিডিতে রাইট করার সময় ডিস্ক ইমেজ হিসেবেই রাইট করতে হবে।

ম্যাক কম্প্যাটিবল ক্লোন পিসি, Mac OS X Snow Leopard Retail এর ডিভিডি এবং iBoot এর বুটেবল সিডি তিনটি জিনিসই এখন আপনার কাছে আছে। এবার সেটাপের পালা-

১. প্রথমেই আপনার পিসির বায়োসে কিছু সেটিং ঠিক করে নিতে হবে। যেহেতু বিভিন্ন বায়োসের সেটাপ অপশন বিভিন্ন রকম তাই আমি সাধারনভাবে বলছি। আপনাকে আপনার পিসির বায়োস অনুযায়ী সেটা করতে হবে।

ক. বায়োসে load the Optimized Defaults একটা অপশন থাকে সেটা বায়োসের মেইন স্ক্রিনেই থাকে আবার কিছু কিছু বায়োসে সেভ অপশনে ও থাকে। সেটা সেট করুন।

খ. আপনার পিসির প্রথম বুট ডিভাইস হিসেবে CD/DVD কে সিলেক্ট করুন। এটা সাধারনত Advanced BIOS Features বা Boot অপশনে থাকে। অনেক বায়োসে CD,HDD,USB এই ধরনের সিকোয়েন্স হিসেবে থাকে। আবার অনেক বায়োসে First Boot, Second Boot এইভাবে আলাদাভাবে থাকে।

গ. SATA হার্ডডিস্ককে AHCI মোডে সেট করুন এটা Integrated Peripherals সেটিং এ পেতে পারেন। PCH SATA Control Mode অথবা Onboard SATA/IDE Ctrl Mode বা উভই থাকতে পারে।

ঘ. Power Management Setup এ HPET Mode কে 64-bit mode এ সেট করুন।

২. iBoot এর বুটেবল সিডি দিয়ে আপনার পিসি বুট করুন। বুট হয়ে নিচের ছবির মত দেখতে পাবেন

iBoot এর সিডি বের করে Mac OS X Snow Leopard Retail এর ডিভিডি প্রবেশ করান। এবং F5 বাটন একবার চাপ দিন। সবকিছু ঠিক থাকলে নিচের ছবির মত দেখতে পাবেন।

Mac OS X Install DVD সিলেক্ট করে এন্টার দিন। সেটাপ শুরু হয়ে যাবে।

৩. Mac OS X সেটাপের প্রথমে ভাষা নির্বাচনের অপশন পাবেন। ভাষা নির্বাচন করে পরের ধাপে যান।

৪. এই ধাপে হার্ডডিস্ক পার্টিশন করতে হবে। Utilities -> Disk Utility থেকে আপনার হার্ডডিস্কটি সিলেক্ট করুন। Partition এ ক্লিক করুন।

৫. Volume Scheme: এ 1 Partition সিলেক্ট করুন। Name: এ পার্টিশনের যে কোন একটা নাম দিন। Format: এ Mac OS Extended (Journaled) সিলেক্ট করুন।

৬. Options… বাটনে ক্লিক করে GUID Partition Table সিলেক্ট করে OK ক্লিক করুন। Apply ক্লিক করুন।

৭. Disk Utility বন্ধ করে ইনস্টলেশন শুরু করুন। পিসি রিস্টার্ট হবে।

৮. iBoot এর বুটেবল সিডি দিয়ে আবার আপনার পিসি বুট করুন। বুট হওয়া পর ইনস্টলেশন পার্টিশন হিসেবে ৫ নং ধাপে পার্টিশনের যে নাম দিয়েছিলেন তা দেখতে পাবেন। সেটা সিলেক্ট করে এন্টার দিন। OS X চালু হবে।

৯. সবশেষে Mac OS X Snow Leopard ওয়েলকাম ভিডিও দেখতে পাবেন।

১০. এবার Mac OS X 10.6.8 Combo Update এবং MultiBeast ডাউনলোড করুন। লিংক নিচে দেওয়া হল-
Mac OS X 10.6.8 Combo Update

MultiBeast

১১. MultiBeast চালু করুন। চালু করে রেখে দিন। MultiBeast প্রোগ্রামটি iBoot এর বুটেবল সিডি ছাড়া সরাসরি হার্ডডিস্ক থেকে বুট হওয়ার ব্যবস্থা করে দেবে।

১২. ডাউনলোড করা MacOSXUpdCombo10.6.8.dmg ফাইলটি মাউন্ট করুন। MacOSXUpdCombo10.6.8.pkg ফাইলটি ইনস্টল করুন। ইনস্টলেশন শেষে কম্পিউটার রিস্টার্ট করতে বলবে আপনি রিস্টার্ট করবেন না।

১৩. চালু রাখা MultiBeast এ ফিরে যান। EasyBeast Install এবং System Utilities সিলেক্ট করুন। Continue ক্লিক করে ইনস্টল শুরু করুন।

১৪. iBoot এর বুটেবল সিডি বের করে নিন। কম্পিউটার রিস্টার্ট করুন। Mac OS X Snow Leopard হার্ডডিস্ক থেকে রান হবে।

সফল হোক আপনার ম্যাক এর যাত্রা।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...