Tuesday, April 3, 2012

Mac OSX Bootup এর সময় যদি "?" চিহ্ন আসে এবং Boot না হয়ে Hang করে তাহলে কি করবেন?

সাধারণত আমরা সবাই IBM /IBM comparable পি, সি ব্যবহার করি যার কারনে যারা মেকিনটোস পিসি ব্যবহার করেন তাদের সমস্যা ও সমাধান সাধারণ পি, সি থেকে ভিন্ন । যাক এখন আসি মূল কাজে Mac osx pc bootup এর সময় যদি "?" চিহ্ন আসে এবং বুট না হয়ে hang করে তখন আপনাকে যা করতে হবে, তা হলো নিন্ম রুপ(এ সমস্যা টি হয় Mac এর কুলিং Fan যদি প্রয়োজনীয় বাতাস দিতে না পারে অথবা যদি কুলারটি নষ্ট হয়ে থাকে, এটি সাধারণত ম্যাক মিনিতে হয়, তবে এটি অন্য ম্যাক এর জন্য ও কাজে আসবে )

প্রথমে আপনার Mac  বন্ধ করুন, তার পর  ভাল কম্পউটার hardware Engineer কে দিয়ে কুলার পরিস্কার  করান অথবা নিজে কুলার পরিস্কার করুন। (মনে রাখতে হবে ম্যাক মিনি এর কেসিং এর খোলার জায়গা নীচে) Fan ধুলাবালি পরিস্কার করার জন্য হাওয়ার machine ব্যবহার করতে পারেন,আরো ভাল করে পরিস্কার করার জন্য circuit board cleaner লিকুইড ব্যবহার করতে পারেন। তারপর আবার Fan টি যথাস্থানে লাগিয়ে কেসিং বন্ধ করুন এবং Mac চালু করুন।(আর যদি কুলার নষ্ট হয়ে থাকে তা হলে আপনাকে mac বিক্রেতার থেকে কুলার কিনতে হবে।যদি Warranty থাকে তা হলে ভাল  হয়তো বিক্রেতা Replace করে দিবে। সাধারণত আমাদের দেশে কুলার এর Warranty পাওয়া যায় না।

সাবধানতা:Mac খোলার সময় ঠান্ডা মাথায় ও খুব সাবধানে খুলতে হবে ,কারন Mac এর প্রতিটি Hardware খুব দামী এবং সচরাচর পাওয়া যায় না।এবং সামান্য একটু ভুলের কারনে আপনার মূল্যবান mac টি নষ্ট হয়ে যেতে পারে।এবং  Mac খোলার জন্য সাধারণ স্ক্রুড্রাইভার এর স্থলে বিশেষ স্ক্রুড্রাইভার ব্যবহার করতে হবে। যা সাধারণন সেট হিসেবে কিনতে পাওয়া যায়।

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...