আমাদের একজন পাঠক বিষযটা জানতে চেয়েছেন। তাই মন্তুব্যে না বলে একটা বিস্তারিত লেখা দিলাম। আশা করি অন্যদের ও কাজে আসবে। Windows Media Player এ গানের সাথে আপনার পছন্দের ছবির স্লাইডশো দেখার জন্য Picture Viz I নামের একটা Visualizations প্লাগইন ডাউনলোড করতে হবে। যা আপনি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
এই লিংকে ক্লিক করে Picture Viz I ডাউনলোড করুন। সাইজ খুবই ছোট, মাত্র ১৮৪ কিলোবাইট। pictureviz নামে একটা এক্সিকিউটেবল ফাইল পাবেন যা ডাবলক্লিক করে ইনস্টল করুন। ইনস্টল ঠিকমত হয়নি এরকম এরর দেখাতে পারে, সেক্ষেত্রে চিন্তার কিছু নেই This program installed correctly ক্লিক করুন। এবার Windows Media Player চালু করুন। একটা গান চালু করুন। এখন রাইট মাউস ক্লিক করে Visualizations -> Picture Viz -> Random এ ক্লিক করুন। ছবির ফোল্ডার সিলেক্ট করুন। কাজ শেষ। দেখবেন গানের সাথে সাথে ছবির স্লাইডশো দেখা যাচ্ছে। অন্য ফোল্ডারের ছবি সিলেক্ট করতে চাইলে রাইট মাউস ক্লিক করে More options... -> Plugins -> Visualizations -> Picture Viz এ ক্লিক করুন। Properties বাটনে ক্লিক করুন। এখন Browse বাটনে ক্লিক করে যে কোন ফোল্ডার সিলেক্ট করতে পারবেন।
No comments:
Post a Comment