প্রথমেই বলে যারা আমার মত কম জানেন তাদের জন্য। বিষয়টি অতি সাধারন সুতরাং কেউ আগে জেনে থাকলে দয়াকরে কিছু মনে করবেন না।
http://www.askmehelpdesk.com/attachments/utilities/614d1139593417-custom-autorun-options-cruzerautorun.jpg
অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ, বিপদ জনক অথবা গোপনিয় সিডি/ডিভিডি ডিক্স যখন আমরা রোম এ প্রবেশ করাই তখন সিডি ড্রাইভ ফোল্ডারটি একা একাই খুলে যায়। যদি আমাদের পিসিতে সিডি অটোরান বন্ধ করা থাকে তাহলে আর এই বিরম্বনায় পড়তে হবে। আর সেই কারণেই আমার আজকের এই টিউনটি।
সিডি অটোরান বন্ধ করতে নিম্নের পদ্ধতি অনুসরণ করুন
http://gbpvr.com/pmwiki/uploads/Manual/DisableAutoPlay.jpg
* প্রথমে মাই কম্পিউটারে প্রবেশ করুন।
* CD ROM এর উপর Right click করে Properties এ যান।
* Auto Play ট্যাব-এ ক্লিক করুন।
* drop down box এ পছন্দ মত অপশনটি যোগ করুন।
* বন্ধ করতে চাইলে চিত্রের ন্যয় Take no Action select করুন।
অথবা
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxGci6Lwiv_fabjN9G8wIHbD-vqmRlTOXQh2G7o2KHgA7N3fHCBOYtv2W3C1GFS4v4GLh81ilnmiX8KK11vk-34YFxnRZFA1aKYW9sONt2iHQGiSsvPMF9O6ulQUvW7WMZK4CwjVeMl-4D/s400/Turn+off+Autoplay.jpg
1. প্রথমে Start মেনুতে যান।
2. Run-এ ক্লিক করুন এবং gpedit.msc টাইপ করে এন্টার করুন।
3. Computer Config – যান।
4. Administrative Template থেকে System ট্যাবে ডাবল ক্লিক করুন
5. Turn off Autoplay তে ক্লিক করুন
6. সব শেষে Enable it করুন ।
7. এরপর দেখুন অটোপ্লে হয় কি না।
Powered By Plug N Play
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment