Powered By plug n play
১ টাকার সোনালি ধাতব মুদ্রা বেচা কেনা
গতকাল থেকেই সারাদেশে ১ টাকার সোনালি ধাতব মুদ্রা অধিক দামে বেচাকেনার গুজব ছড়িয়ে পরে।এর উৎসস্থল খুব সম্ভবত হবিগঞ্জ জেলা[১]।গুজব ছড়ায় যে কৃষিব্যাংক এই মুদ্রা প্রতিটি ১৫০ টাকায় কিনে নেবে। আরেকটি গুজব হল এই কয়েন নাকি গোল্ড-প্লেটিং করা।অবশ্য ব্যাংক কর্তৃপক্ষ ব্যাপারটা পরিস্কার করেই জানিয়ে দিয়েছে যে এটা শুধুই গুজব।সরকার থেকেও এ মুদ্রা বাজার থেকে তুলে নেবার সিদ্ধান্ত নেওয়া হয় নি।
আজ সারাদিন ১০ টাকা থেকে ১৫০ টাকায় বিভিন্ন জায়গায় এই বেচা-কেনা চলেছে।কিন্তু এই মুদ্রা দিয়ে আসলে কী হবে তা উদঘাটন করা সম্ভব হয় নি।তবে কোথাও কোথাও এ মুদ্রার দাম ৩০০ থেকে ৫০০ টাকাও উঠেছে।
তবে সরকারের পুলিশ আর RAB গুজব প্রচারণা আর মুদ্রা কেনা-বেচা দমনে মাঠে নেমেছে।দেশের বিভিন্ন জায়গা থেকে এ পর্যন্ত ১০ জন গ্রেফতার হয়েছে[২]।কারো কাছে এ মুদ্রা অতিরিক্ত পেলেই পুলিশ গ্রেফতার করেছে।ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যেন আপনার কাছে থাকলেই হাজত-বাসে যেতে হবে!!
আল্লাহ ই জানে এক টাকার সোনালি ধাতব মুদ্রা দাম আসলে এ কি ডলার আর দাম কে হার মানায় কি না?
Plug N Play © 2010 Privacy
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment