Thursday, August 11, 2011

সহজেই খুজে বের করুন সফটওয়্যারের সিরিয়াল নাম্বার

অনেক সময় কম্পিউটারে কোন সফটওয়্যার ইনস্টল করার পর তা সম্পূর্ন ব্যবহারের জন্য সিরিয়াল bv¤^vi বা সিডি কি এর দরকার পড়ে।কিন্তু ঐ সফটওয়্যারের সাথে সিডি কি থাকা সত্ত্বেও তা খুজে পেতে অনেক সময় ব্যর্থ হই।তবে ’লাইস্নেস ক্রুলার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি সহজেই যেকোন সফটওয়্যারের সিরিয়াল bv¤^vi খুজে বের করতে পারবেন।মাত্র ৭৪ কিলোবাইটের এই সফটওয়্যারটি
http://www.mediafire.com/?t0xarxzjan8rth2
ঠিকানা থেকে নামিয়ে নিন।নিন।প্রথমে Browse করে দেখিয়ে দিন সফটওয়্যারটি কোথায় সেভ করে রাখবেন,তারপর Ok দিলেই দেখবেন আপনার নির্ধারিত স্থানে সফটওয়্যারটি সেভ হয়েছে।এরপর সেখান থেকে দুই ক্লীক দিয়ে সফটওয়্যারটি চালু করুন এবং accept/start search অপশনে ক্লীক করুন ।তাহলেই আপনার কম্পিউটারে ইনস্টলকৃত সকল সফটওয়্যারের সিরিয়াল bv¤^vi সহ বিস্তারিত তথ্য প্রদর্শিত হবে।

ভাল্র থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।
আল্লাহ হাফেজ ।

www.techworld24.co.cc

No comments:

Post a Comment

Intex Aqua Life II

Intex Aqua Life II   View Photos  PhoneIntex Aqua Life IIManufacturer Intex Status Available Available in IndiaYes Price (Indian Rupees)...