অ্যাপল এর ফোর- জি প্রযুক্তি সম্পন্ন আইফোন ৫ । অ্যাপল জানিয়েছে , চলতি বছর শেষের আগেই দুই কোটি ৫০ লাখ ইউনিট আইফোন তৈরি করার লক্ষ্যমাত্রা তাদের । এতে কোয়ালকমের তৈরি বেসব্যান্ড চিপ ব্যবহার করা হবে । এতে থাকবে বড় আকৃতির পর্দা এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা ,আরও আছে সেন্সর সুবিধা ।
এতে ব্যবহার করা হবে আইপ্যাড২ এর মত এ৫ মানের প্রসেসর এবং থাকবে পাওয়ার ভিআর এসজিএক্স৫৪৩এমপিটু জিপিইউ । এতে থাকবে আইফোন এর অপারেটিং সিস্টেম আইওএস এর নতুন সংস্করণ । আরও থাকবে আইক্লাউড সমর্থন । ফলে কম্পিউটারের সাহায্য ছাড়াই ডিভাইস গুলোর মধ্যে সংযোগ স্থাপন করা যাবে । ভলিউম নিয়ন্ত্রণের জন্যে নতুন বাটন যোগ হবে । এটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রযুক্তির নতুন স্বাদ পাবে ।
Tuesday, September 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
No comments:
Post a Comment