Friday, September 9, 2011

জেনে নিন বিখ্যাত সব হ্যাকাররা কোন ওয়েব ব্রাউজার ব্যবহার করেন?

এটি হল Mantra ওয়েব ব্রাউজার।

আমরা একেকজন একেক একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করি। কেউ করি ফায়ারফক্স, কেউ অপেরা, গুগুল ক্রোম,ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদি। কিন্তু আপনি জানেন কি বিশ্ব বিখ্যাত বিভিন্ন হ্যাকাররা কোন ওয়েব ব্রাউজার ব্যবহার করেন? তারা ব্যবহার করেন একটি ভিন্নধর্মী একটা ওয়েব ব্রাউজার। একটি নাম Mantra. এটি মজিলার প্লার্টফমের উপর তৈরি করা হয়েছে। এটি তৈরি করা হয়েছে শুধু মাত্র হ্যাকারদের জন্য। এটি দিয়ে হ্যাকিং করতে অনেক সুবিধা হয়। বিশেষ করে যারা ওয়েব সাইট হ্যাকিং করেন তাদের জন্য এটি বিশেষ সহায়ক। এটার মাধ্যমে Sql Injection, LFI, RFI, CSRF, XSS, CRLF, XiSQL , Host Analysis, Source Code Analysis সহ আরও অনেক হ্যাকিং এর কাজ করা যায়। যা শুধু হ্যাকার তারাই করেন। এটি আপনি ব্যবহার করে দেখতে পারেন। আপনাদের জন্য এটির লিংক নিচে দেয়া হল।


ডাউনলোড লিংক

No comments:

Post a Comment

ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে

  অ্যান্ড্রয়েড ১৫  এর ওপর ভিত্তি করে আসছে  ওয়ানপ্লাসের  অক্সিজেন    ওএস  ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...