আমাদের মধ্যে প্রায় সকলের ই ছোট ভাই কিংবা বোন ফেসবুক আসক্ত। এজন্য তাদেরকে নিয়ে সবসময় দুসচিন্তায় থাকতে হয়। এবং তারা কি করছে, কার সাথে চ্যাট করছে, কি বিষয় নিয়ে চ্যাট করছে এগুলি জানা খুব ই প্রয়োজন। আমি নিজে ও আমার এক ছোট ভাইকে খুব ই রকম দুশ্চিন্তায় ছিলাম। ও ওর বন্ধুদের সাথে কি বিষয় নিয়ে কথা বলছে এবং কি ধরনের বন্ধুত্বে আসক্ত এগুলি তদারকি করা সম্ভব হয়ে ওঠেনা। এজন্য অনেক গবেষণার পর করে ও তেমন আশানুরূপ সমাধান না পেলে ও একটা উপায় পেয়েছি যার মাধ্যমে তাদের চ্যাট হিস্ট্রি গুলি আপনি আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে পেতে পারেন।
কিন্তু একটা শর্ত আছে আপনাকে অবশ্যই তার ইউজার নেম এবং পাসওয়ার্ড জানা লাগবে। এই কাজটি করার জন্য আপনাকে শুধু একবার তার আইডিতে ঢুকে কেবল আমার দেওয়া সেটিং গুলি করতে পারলেই আর তার আইডিতে ঢোকার কোন প্রয়োজন নেই।
আপনাকে যে কাজগুলি করতে হবে তা নিম্নরুপঃ
প্রথমে তার আইডিতে ঢুকুন তারপর একাউন্ট সেটিং থেকে নোটিফিকেশন এ আপনার মোবাইল নাম্বার টি সেট করুন।
এবার আপনার ছোট ভাই কিংবা বোন চ্যাটের হিস্ট্রি আপনার মোবাইল চলে আসবে। এবং তার সকল নোটিফিকেশন ও আপনার মোবাইলে চলে আসবে।
No comments:
Post a Comment