Saturday, October 1, 2011
দুই ডাবের দাম ২৫০০ টাকা :-B :-B :-B
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরসাটুরিয়া জামে মসজিদে দান করা দুটি ডাব মুসল্লীদের কাছে ডাকের মাধ্যমে আড়াই হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
একটি ডাব স্থানীয় সাংবাদিক সোহেল রানা ১৫০০ টাকায় ও অপর ডাব মোঃ সোহেল মিয়া ১০০০ টাকায় সর্বোচ্চ ডাকে কিনে নিয়েছেন।
চরসাটুরিয়া জামে মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস আলী জানান, শুক্রবার জুমার নামাজের সময় জনৈক ব্যক্তি দুটি ডাব মসজিদে দান করেন। নামাজ শুরুর আগে মুসলিল্গদের কাছে ডাব দুটি বিক্রির জন্য ডাকের ব্যবস্থা করা হয়।
কোন বেকুবে মসজিদে ডাব দান করছে, সেটা খুব জানতে ইচ্ছে করছে।
এইপোস্টকে ফান হিসাবে নিতে পারেন, কিন্তু কোনো ধরনের ধর্মীয় অনুভূতিকে আঘাত করা কাম্য নয়।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment