একটু আগে জ্বিনের বাদশা কল দিছে। +৮৮০১৭৬৩২৬৩২২০ নাম্বার থেকে।
বলেছে, শবে-বরাতের রাতে আমার ভাগ্যে কিছু স্বর্নালঙ্কার আর নগদ ৮৬ লাখ টাকা বরাদ্দ হয়েছে। আমি কি তা পাইতে চাই? যদি চাই, তাহলে যেনো হ্যা বলি। না চাইলে, জ্বিনের বাদশা রাগ করবেন। আমার পরিবারে বড় একটা ক্ষতি হবে। (গলার টোন শুনে ভিরমি খাইছি। যক্ষার রোগীর মত টোন!)
আমি বলিলাম ,থাপ্রাইয়া তোর পাগলামী ছুটাবো। জ্বিনের বাদশা তোর ...... (ইয়ে) দিয়ে ঢুকায়ে দেবো। (বাসাতে থাকার কারনে, গালি একটু কম দিছি)
সে লাইন কেটে দিয়েছে। পরে আমি, কল দিছি। দেখি বারবার নাম্বার বিজি উঠে। জ্বিনের বাদশার লগে আরেকটু কথা বলার খায়েশ ছিলো। চান্স পাইলাম না। এখন আমি টাকাগুলা কেমনে পাই?
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
No comments:
Post a Comment