আজকাল রাস্তায় বের হলেই ইয়ং জেনারেশনের মুখে কালো প্লাস্টিক ফ্রেমের বড় বড় চশমা দেখা যায়। চশমা, সানগ্লাস নয়। কোথায় যেনো দেখেছি মনে করতে করতে বাসায় এসে বুঝলাম এটা কোলকাতার এক নায়কের জাপানিজ ওয়াইফ মুভির চশমা। যে কিনা চিঠি মারফত(হালের ফেসবুক?) জাপানী এক মেয়ের সাথে প্রেম করতো।
বুঝলাম না, এত কিছু থাকতে কোলকাতার এই নায়কের পিছে লাগলো কেন? নাকি এটাকে ভারত মাতার প্রতি নতুন প্রজন্মের শ্রাদ্ধ্য মনে করবো?
Saturday, October 1, 2011
হাল ফ্যাশনের চশমা:
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
No comments:
Post a Comment