আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের খবর শুনলাম মাত্র, আমাদের সকলের চেনা জনপ্রিয় আমেরিকান সঙ্গীতশিল্পী রিহান্না মুসলিম হয়ে গেছেন। সুভহানাল্লাহ।
আজকের খবরে প্রকাশ। জানা গেছে, তাঁর গত বার্থডেতে ডাকে আসা অসংখ্য গিফটের প্যাকেটের মাঝে দূর্ঘটনাবশত একটা গিফট ওলটপালট হয়ে গেছিল, বেভারলি হিলসের ইমরান জায়েদির একটা প্যাকেট ডাক বিভাগের ভুলে তাঁড় কাছে চলে আসে, যেটাতে ছিল সুবিখ্যাত আলেম, মোদাস্সির, কামেল মাওলানা, ড. জাকির নায়েকের লেকচার সম্বলিত এক অমূল্য ডিভিডি। প্রতিদিন স্টুডিও থেকে ফিরে উনি কিছুক্ষণ করে সেই ডিভিডি দেখেন প্রায় ৬মাস। এবং এভাবেই তিনি ধীরে ধীরে ইসলাম ধর্মের দিকে আকৃষ্ট হন।
ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নতুন নাম নিয়েছেন রায়হানা জিনগী। এবং এরপর তিনি হিজাব পরিহিত ছবি তুলতে মুখের নেকাব খানিকক্ষণের জন্য সরান। পরে তাঁড় স্টুডিওতে হিজাব পরিহিত প্র্যাকটিস করার ছবিও প্রেসে আসে এক পাপারাজ্ঝির মাধ্যমে।
এদিকে এই খবরে ড. জাকির নায়িক অত্যন্ত আনন্দিত। তিনি এক প্রেস রিলিজে বলেন, রায়হানা ইসলামের আলোতে এসেছে এতে আমার মনে হচ্ছে আমেরিকা পুরাটাই ধীরে ধীরে ইসলামের আলোতে আসবে আগামী কয়েকবছরের মধ্যে। নাসারাদের দেশে আইয়ামে জাহেলিয়াত শেষ হয়ে এল বলে।
এর আগে এন্জেলিনা জোলি ইসলাম ধর্ম গ্রহণ করলেও সঠিক তথ্য প্রমাণের অভাবে কেউ বিশ্বাস করেনি। আন্জুমান আরা জলির একটা হিজাব পরা ফটো দেখুন, নিজের চোখেই বিশ্বাস আনুন।
*সর্বডানের জন*
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রায়হানাকে উত্তম জাঝা আর রায়হানাকে এবং আমাদেরকে সঠিক উত্তম পথে চলার তওফিক দান করুন।
Thursday, October 6, 2011
সুবহানাল্লাহ। জনপ্রিয় আমেরিকান সঙ্গীতশিল্পী রিহান্নার ইসলাম ধর্ম গ্রহণ।
Subscribe to:
Post Comments (Atom)
ওয়ানপ্লাসের নতুন অক্সিজেন ওএস ১৫ আসছে AI নিয়ে
অ্যান্ড্রয়েড ১৫ এর ওপর ভিত্তি করে আসছে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস ১৫। অক্টোবরের ২৪ তারিখ বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ আনুষ্ঠানিকভাবে অপ...
-
আপনার মোবাইল পানিতে পড়ে গেলে যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির ...
-
(Install K lite Codec - For Download K-Lite Codec Pack 7.1.0 Full/ Corporate/ Standard...
-
নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার পর এই অ্যাপ গুলো আপনার ফোনে না থাকলেই নয়। তো চলুন দেখে নিই অ্যান্ড্রয়েড এর কিছু বেসিক অ্যাপ … Andr...
No comments:
Post a Comment